South 24 Parganas News: জঙ্গল থেকে ভেসে আসছে ভয়ঙ্কর গর্জন! বাঘ নয়, কে সে? ঘুম ছুটল এলাকাবাসীর

Last Updated:

জঙ্গল থেকে ভেসে আসছে গর্জন। বাঘের আতঙ্কে ,হাতে লাঠি নিয়ে রাতভর গ্রাম পাহারা দিল গ্রামবাসীরা। বাঘের আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার নান্দাভাঙা গ্রামের মাঝেরপাড়া এলাকার বাসিন্দারা।

+
title=

দক্ষিণ পরগনা: জঙ্গল থেকে ভেসে আসছে গর্জন। বাঘের আতঙ্কে ,হাতে লাঠি নিয়ে রাতভর গ্রাম পাহারা দিল গ্রামবাসীরা। বাঘের আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার নান্দাভাঙা গ্রামের মাঝেরপাড়া এলাকার বাসিন্দারা। রাতে জঙ্গল থেকে বিকট গর্জন শুনতে পায় গ্রামবাসীরা। গর্জন শুনে গ্রামবাসীরা অনুমান করেছে গ্রামের বাঘ এসেছে। বাঘের আক্রমণ থেকে নিজেদের গবাদি পশু ও নিজেদেরকে রক্ষা করার জন্য হাতের টর্চ ও লাঠি নিয়ে তাঁরা পাহারা দেয় গ্রাম।
রাতেই খবর দেওয়া হয় বন দফতর আধিকারিকদের ও পুলিশ আধিকারিকদের। সকাল হতেই এলাকায় এসে পৌঁছায় বনদফতরের আধিকারিকেরা ও পুলিশ। আতঙ্কের রাত কেটে যাওয়ার পর সকাল হতে গ্রামবাসীরা দেখতে পায় কাদার উপর অজানা জন্তুর পায়ের ছাপ। পায়ের ছাপ দেখেও খানিকটা আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।
advertisement
advertisement
গ্রামবাসীদের প্রাথমিক অনুমান এই পায়ের ছাপ বাঘের। কিন্তু বনদফতরের আধিকারিকেরা এসে আশ্বস্ত করেন এই পায়ের ছাপ বাঘের নয়। বনদপ্তরের আধিকারিকেরা বেশ কিছুক্ষণ এই পায়ের ছাপ পর্যবেক্ষণ করে জানান এই পায়ের ছাপটি রাজ্যপ্রাণী বাঘরোল কিংবা বন বিড়ালের। বনদফতরের আধিকারিকদের এই কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামবাসীরা।
advertisement
এক প্রত্যক্ষদর্শী আলপনা গিরি বলেন, “শনিবার রাতে জঙ্গল থেকে বিকট গর্জন শুনতে পাই আমরা। গর্জন শুনে গিয়ে দেখি, অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে দুটো চোখ গায়ের ডোরাকাটা দাগ। এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে সকলে, হাতে লাঠি নিয়ে গ্রাম পাহারা দেয় রাত ভোর।
বাঘের মতই অবলুপ্তির পথে এই রাজ্যপ্রণী। বাঘরোল গ্রাম লাগোয়া জঙ্গলেই থাকে হাঁস মুরগি জাতীয় ছোট প্রাণী শিকার করে। তবে সুন্দরবনে জঙ্গল লাগোয়া গ্রামের মানুষজন সবর্দাই রয়েল বেঙ্গ টাইগারের আগমনের আতঙ্কে থাকে। তাই বনদফতরের এই কথা শোনার পর স্বস্তি পেয়েছেন সকলে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জঙ্গল থেকে ভেসে আসছে ভয়ঙ্কর গর্জন! বাঘ নয়, কে সে? ঘুম ছুটল এলাকাবাসীর
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement