Crime News: রক্তাক্ত দেহ, পাশেই পড়ে রক্তমাখা হাতুড়ি! ভয়ঙ্কর কাণ্ড নরেন্দ্রপুরে
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:ARPAN MONDAL
Last Updated:
মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের অভিযোগ। রাস্তার পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার রক্তমাখা হাতুড়িও।
নরেন্দ্রপুর: মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের অভিযোগ। রাস্তার পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার রক্তমাখা হাতুড়িও। ইতিমধ্যে হাতুড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাথায় হাতুড়ি জাতীয় জিনিস দিয়ে মারার আঘাতের চিহ্ন আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের হরপুরের বাসিন্দা সুফল নস্কর। শনিবার দুপুরে তিনি জমিতে সার দেওয়ার কাজ করছিলেন। এলাকার অনেক বাসিন্দাই তাঁকে জমিতে সার দিতে দেখেন। প্রতিবেশী তরুণ বেরা অভিযোগ করেন, “দুপুরে বাড়ি ফেরার সময় দেখলাম দাদা জমিতে সার দিচ্ছে, তারপরেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যায়।”
advertisement
আরও পড়ুন: ঝড়ে ভেঙে গিয়েছিল ঘর! বাবা ধূপ বিক্রেতা, টিউশনি পড়িয়ে বহু কষ্ট সহ্য করে ছেলে আজ হবু ডাক্তার
advertisement
পরিবারের লোকের দাবি জায়গা জমি সংক্রান্ত ঝামেলা চলছিল। বিষয়টি পঞ্চায়েতে বসে মিটমাট করারও চেষ্টা করা হয়। তারমধ্যেই এই খুনের ঘটনা। প্রতিবেশী যাদের সঙ্গে জমিজমা সংক্রান্ত ঝামেলা তারাই এই খুনের ঘটনায়যুক্ত বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
অর্পন মন্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2023 1:44 PM IST