Success story: ঝড়ে ভেঙে গিয়েছিল ঘর! বাবা ধূপ বিক্রেতা, টিউশনি পড়িয়ে বহু কষ্ট সহ্য করে ছেলে আজ হবু ডাক্তার

Last Updated:

নিজে টিউশনি পরিয়ে, ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় সে। এত কষ্টের পর অবশেষে এসেছে সফলতা।

+
title=

বাঁকুড়া: ছেলেবেলায় খুব অসুস্থ হয়ে পড়ে সমীরণ। হন্যে হয়ে ডাক্তার খুঁজছিলেন তাঁর মা। তখন থেকেই সমীরণের মায়ের চোখে স্বপ্ন দানা বাঁধে যে ছেলে একজন চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার হবে। পড়াশোনায় বরাবরই ভাল সমীরণ। হাজার প্রতিকূলতার মধ্যেও নিজের পড়া নিজে করে এসেছে সে।
সমীরণের বাবা ধূপ ফেরি করে বেড়ান, আর্থিক অনটনটও যথেষ্ট। এত কিছুর মধ্যেই ২০১৮ সালে ঝড়ে  ঘর ভেঙে যায়। যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। ঘরটির এত ক্ষতি হয় যে আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়া সত্ত্বেও তা সম্পূর্ণ সারানো সম্ভব হয়নি। তবুও কোনও রকমে জোড়া তালি দিয়ে চলে সংসার। নিজে টিউশনি পরিয়ে, ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় সে। এত কষ্টের পর অবশেষে এসেছে সফলতা।
advertisement
advertisement
মেদিনীপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে সমীরণ। বাঁকুড়া থেকে মেদিনীপুর গিয়ে থেকে পড়াশোনা করার বিপুল খরচা রয়েছে। সেই টাকা কোথা থেকে আসবে সেই ভেবে হীনমন্যতায় ভুগছিলেন সমীরণ। এত কাছে এসেও যেন সব স্বপ্ন আবারও ভেঙ্গে যাচ্ছিল।
advertisement
ঠিক সেই সময়ই আলোর দিশা কর্ম যোগ নামে একটি সংস্থা সমীরণের ডাক্তারি পড়ার সমস্ত খরচ বহন করতে এগিয়ে আসে। আলোর দিশা কর্মযোগে সমীরণের মতই আরও বহু ছাত্র-ছাত্রী রয়েছেন যারা আর্থিকভাবে সচ্ছল না হওয়া সত্ত্বেও আলোর দিশার সহযোগিতায় নিজেদের হারিয়ে যাওয়া স্বপ্ন আবার নতুন করে দেখছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success story: ঝড়ে ভেঙে গিয়েছিল ঘর! বাবা ধূপ বিক্রেতা, টিউশনি পড়িয়ে বহু কষ্ট সহ্য করে ছেলে আজ হবু ডাক্তার
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement