Food: রুপোর চামচে ঝালমুড়ি! আপনিও কি স্বাদ নিতে চান? তাহলে ঘুরে আসুন নারায়ণের দোকানে
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
মুর্শিদাবাদ জেলার প্রাণ কেন্দ্র বহরমপুর কোর্ট ষ্টেশন। কোর্ট ষ্টেশনের বাইরে চলছে নারায়ণ দাসের তৈরি মশলা মুড়ি। এই মুড়ি খেলে পেট ও মন ভরে যাবে।
মুর্শিদাবাদ: ট্রেনে বা বাসে করে গন্তব্য স্থলে রওনা দিতে গিয়ে হোক বা বাজারে পথে ঘাটে, ঝালমুড়ি দেখতে পাওয়া যায়। আর ভোজন রসিক বাঙালি, মুড়ি পেলে তো আর কথায় নেই। আর সেটা যদি হয় ঝাল মুড়ি তাহলে তো কথাই নেই। মুর্শিদাবাদ জেলার প্রাণ কেন্দ্র বহরমপুর কোর্ট ষ্টেশন। কোর্ট ষ্টেশনের বাইরে চলছে নারায়ণ দাসের তৈরি মশলা মুড়ি। এই মুড়ি খেলে পেট ও মন ভরে যাবে।
সাদা প্লাস্টিকের চামচ দিয়ে মশলা মুড়ি দেওয়া হয় ক্রেতাদের। দাম ক্রেতাদের সাধ্যের মধ্যেই। দৈনিক গড়ে তিন থেকে চার হাজার টাকার ঝাল মুড়ি বিক্রি করেন ঝালমুড়ি বিক্রেতা নারায়ণ দাস। বিভিন্ন জায়গা থেকে বহরমপুর কোর্ট ষ্টেশন চত্বরে আসেন সাধারণ মানুষ আর তাঁদের রসনা তৃপ্তি করতে মুড়ি বিক্রি করে থাকেন তিনি।
advertisement
advertisement
চাঁদির চামচে খান ঝালমুড়ি! বা রুপোর চামচে খান ঝালমুড়ি। এটাই ইউএসপি নারায়ণের। প্লাস্টিকের সাদা রঙের চামচ দেওয়া হয় মুড়ি খাওয়ার জন্য। হাত দিয়ে মুড়ি না খাওয়ার জন্য দেওয়া হয় চামচ। আর এই স্লোগানেই জমজমাট তাঁর তৈরি ঝালমুড়ি।
advertisement
শুকনো খোলায় গোটা জিরে, শুকনো লঙ্কা, জায়ফল, দারচিনি, মৌরি, এলাচ, হলুদ এবং পাঁচফোরন কে হাল্কা ভেজে গুড়ো করে নেওয়া হয়। পরে একটি বড়ো পাত্রে মুড়ি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা এবং রসুন কুচি, নারকেল কুচি, সর্ষের তেল, নুন দিয়ে ভাল ভাবে মিশিয়ে নেওয়া হয়। তারপর আগে থেকে গুড়ো করে রাখা ভাজা মশলা দিয়ে আবার ভাল ভাবে মিশিয়ে নিয়ে তা বিক্রি করা হয়ে থাকে, সঙ্গে হাত দিয়ে না খাওয়ার জন্য, দেওয়া হয় প্লাষ্টিকের চামচ। যা পরিচিত চাঁদির প্লাষ্টিক চামচ হিসেবেই।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 19, 2023 2:27 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Food: রুপোর চামচে ঝালমুড়ি! আপনিও কি স্বাদ নিতে চান? তাহলে ঘুরে আসুন নারায়ণের দোকানে







