South 24 Parganas News: নিজে হাঁটতে পারেন না, অথচ তিনিই পথপ্রদর্শক! বিশেষভাবে সক্ষম শিক্ষক বদলে দিচ্ছেন বহু শিশুর জীবন

Last Updated:

South 24 Parganas News: প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রায়দিঘিতে বিশেষভাবে সক্ষম শিশুদের দিনবদলের স্বপ্ন দেখাচ্ছেন বিশেষভাবে সক্ষম শিক্ষক অর্ণব হালদার।

+
ছাত্রদের

ছাত্রদের মাঝে অর্ণব 

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রায়দিঘিতে দিনবদলের স্বপ্ন দেখাচ্ছেন বিশেষভাবে সক্ষম এক শিক্ষক অর্ণব হালদার। বিশ্ব প্রতিবন্ধী দিবসে তাঁর বার্তা সকলকে সমান চোখে দেখতে হবে। তবেই গড়ে উঠবে সুন্দর পৃথিবী। অর্ণব হালদার নামের ওই শিক্ষক নিজের উপার্জনের বেশ কিছু অংশ ব্যায় করে স্কুলকেই গড়ে তুলেছেন নিজের মত করে।
এই স্কুল এখন সম্পূর্ণ বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিশুবান্ধব স্কুল। তিনি চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়েলর শিক্ষক। সেখানে নিজের অর্থে বিদ্যালয়কে ডিজিটাল স্কুল হিসাবে গড়ে তুলেছেন। অর্নবের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকায় হাঁটাচলার ক্ষমতা নেই, হাতেও জোর পাননা। তিনি জানিয়েছেন, অনেক ক্ষেত্রে সমাজে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা অনেক জায়গায় বাধা পায়। কিন্তু তা সত্বেও সেই সব কিছুকে ফেলে এগিয়ে আসতে হবে। তবেই সমাজ সুন্দর হয়ে গড়ে উঠবে।
advertisement
আরও পড়ুন : নাম ভাঁড়িয়ে জাল লটারির বিশাল কারবার! গোপন ছাপাখানা দেখে অবাক পুলিশ, শেষে জালিয়াতির পর্দাফাঁস
তিনি এখন শিশুদের সেই পাঠ দেন। সকল মানুষকে সমান চোখে দেখার। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এভাবে সমাজসেবা করা যায় তার উদাহরণ অর্ণব হালদার। তাঁর স্কুল এখন অনেক এগিয়ে। এই ব্যাপারে তাঁর সহযোগিতা করেন তাঁর প্রধান শিক্ষক শেখর হালদার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শেখর হালদার এ নিয়ে জানিয়েছেন, স্কুলটি এখন সম্পূর্ণভাবে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য উপযোগী। এখানে তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে। ফলে কোনোও অসুবিধা হবেনা। এই সমস্ত কিছুর পিছনে অর্ণব হালদারের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। সরকারি সাহায্য পেলে এই স্কুলটিকে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আরও ভাল ভাবে এই স্কুলটিকে গড়ে তোলা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নিজে হাঁটতে পারেন না, অথচ তিনিই পথপ্রদর্শক! বিশেষভাবে সক্ষম শিক্ষক বদলে দিচ্ছেন বহু শিশুর জীবন
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement