South 24 Parganas News: আগ্নেয়াস্ত্র,কার্তুজসহ এক ব্যক্তি গ্রেফতার বারুইপুরে
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
South 24 Parganas News: বারুইপুর থানার মল্লিকপুর এলাকা থেকে রফিক মন্ডল জিতের কাছ থেকে উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ।
বারুইপুর: বারুইপুর থানার মল্লিকপুর এলাকা থেকে রফিক মন্ডল জিতের কাছ থেকে উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মল্লিকপুর পুলিশ ক্যাম্পের, এসআই সুকুমার রুইদাস ও তাঁর টিম মল্লিপুরের গণেশপুর থেকে রফিক মন্ডল ওরফে কাজল (২৯) নামে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদ করার সময় কথায় অসঙ্গতি থাকায় তাঁকে আটক করা হয়। ধৃতকে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি ছোট পাইপঁগান এবং ২টি কার্তুজ উদ্ধার হয়।ধৃতের বিরুদ্ধে, ২৫/২৭ অস্ত্র আইন মামলা রুজু করে শনিবার বারুইপুর আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর ‘‘ রফিক একাধিক অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত। এলাকায় বিভিন্ন আপরাধ মূলক কাজে তার নাম জড়িয়েছে।জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে কোন অভিযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।’’ মল্লিকপুর এলাকায় কোনও অসামাজিক কাজের জন্যই সে গভীর রাতে এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। আগ্নেয়াস্ত্র কোথা থেকে সে পেল তাও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
অর্পন মন্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 1:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আগ্নেয়াস্ত্র,কার্তুজসহ এক ব্যক্তি গ্রেফতার বারুইপুরে