South 24 Parganas News: খোদ মাসির ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! শেষরক্ষা হল না নাবালিকার
- Reported by:ANISH UDDIN MOLLA
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
South 24 Parganas News: মাসির ছেলের লালসার শিকার হয়ে মৃত্যু হলো নাবালিকার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মগরাহাটের বানিবেড়িয়াতে
ডায়মন্ড হারবার: আত্মীয়ের লালসার শিকার নাবালিকা। আত্মীয়ের বাড়িতে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। শেষে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার বানিবেড়িয়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মগরাহাট থানা এলাকার বানিবেড়িয়ার এক নাবালিকা তার মাসির বাড়ি ফলতার সহরারহাট বাকি এলাকায় যান। অভিযোগ নিজের বাড়িতে একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণ করে তার মাসির ছেলে অভিযুক্ত জগন্নাথ পাইক। ঘটনার পর ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে, মাসির বাড়ির লোকজন গত শুক্রবার ওই নাবালিকাকে তার নিজের বাড়িতে পৌঁছে দেয়।
advertisement
advertisement
পরে পরিবারের লোকজনকে ওই নাবালিকা জানায় তার মাসির ছেলে তাকে একাধিকবার ধর্ষণ করেছে। পরে ওই নাবালিকাকে অসুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে ওই নাবালিকার মৃত্যু হয়।
advertisement
ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক জগন্নাথ পাইককে গ্রেফাতার করেছে ফলতা থানার পুলিশ। অন্যদিকে মৃত নাবালিকার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহ ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। নাবালিকা মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে।
আনিশ উদ্দিন মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 09, 2023 11:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: খোদ মাসির ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! শেষরক্ষা হল না নাবালিকার







