South 24 Parganas News : কাশ্মীর থেকে নাবালিকাকে অপহরণ করে জয়নগরের মহিলা! স্টেশনে নামতেই বিরাট চমক! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas News: কাশ্মীর থেকে নাবালিকাকে অপহরণ করে জয়নগরে নিয়ে এল মহিলা! তারপর? জানুন
জয়নগর : কাশ্মীরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে জয়নগরে গ্রেফতার এক মহিলা। শুক্রবার সকালে উদ্ধার হওয়া নাবালিকা ও অভিযুক্ত মহিলাকে কাশ্মীর পুলিশের হাতে তুলে দেয় জয়নগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত মহিলার নাম হাকিমা মোল্লা। বাড়ি কুলতলী থানার চুপড়িঝাড়া এলাকায়। গত মঙ্গলবার জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, চুপড়িঝাড়ার এক মহিলা কাশ্মীর থেকে এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে জয়নগরে ফিরছে।
সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার পুলিশ জয়নগর রেল স্টেশনে সারাদিন কড়া নজরদারি চালাতে থাকে। অবশেষে রাত এগারোটা নাগাদ ডাউন নামখানা লোকাল থেকে অপহৃত নাবালিকাকে নিয়ে অভিযুক্ত মহিলা নামতেই ধরে ফেলে কর্তব্যরত পুলিশ। এরপর জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি অভিযুক্ত মহিলাকে জেরা করে জানতে পারেন নাবালিকার বাড়ি কাশ্মীরে। সঙ্গে সঙ্গে কাশ্মীর পুলিশকে খবর দেন, জয়নগর থানার পুলিশ।
advertisement
advertisement
খবর পেয়ে কাশ্মীর থেকে কাশ্মীর পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে পৌঁছায় জয়নগর থানাতে।এরপর শুক্রবার উদ্ধার হওয়া নাবালিকা ও অভিযুক্ত মহিলাকে কাশ্মীর পুলিশের হাতে তুলে দেয় জয়নগর থানার পুলিশ।তবে কি কারণে ওই অভিযুক্ত মহিলা কাশ্মীর থেকে ওই নাবালিকাকে জয়নগরে নিয়ে চলে এসেছে তা জানতে তদন্ত শুরু করেছে কাশ্মীর পুলিশের তদন্তকারী বিশেষ দল। তদন্তের স্বার্থে অভিযুক্ত মহিলাকে কাশ্মীর নিয়ে যেতে চাই কাশ্মীর পুলিশের ওই তদন্তকারী দল।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 5:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : কাশ্মীর থেকে নাবালিকাকে অপহরণ করে জয়নগরের মহিলা! স্টেশনে নামতেই বিরাট চমক! জানুন