South 24 Parganas News: অকাল বৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল, কীভাবে বাঁচানো সম্ভব, জানালেন কৃষি বিশেষজ্ঞ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas News: শীতকালীন যে সবজির ক্ষেতগুলি রয়েছে সেগুলির গাছের গোড়ায় জল জমে নষ্ট হয়, তেমনটাই আশঙ্কা চাষীদের।
দক্ষিণ ২৪ পরগনা: মিগজাউমের হালকা প্রভাব পড়েছে বাংলাতে। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট। মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি পড়ছে। অসময়ে বৃষ্টির জেরে সমস্যার মুখে পড়েছে কৃষকরা। দক্ষিণ ২৪ পরগনা একাধিক এলাকায় কৃষকদের ব্যস্ততা চোখে পড়েছে।
মাঠে পড়ে রয়েছে পাকা ধান এবং এই বৃষ্টির জেরে সেই পাকা ধান নষ্ট হতে পারে তাই যুদ্ধকালীন তৎপরতায় নিজেদের ফসল ঘরে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কৃষক পরিবারগুলি। বৃষ্টি মাথায় নিয়ে মাঠে গিয়ে পাকা ধান তুলতে ব্যস্ত কৃষকরা। পাশাপাশি শীতকালীন যে সবজির ক্ষেতগুলি রয়েছে সেগুলির গাছের গোড়ায় জল জমে নষ্ট হয়, আশঙ্কা চাষীদের।
advertisement
advertisement
এ বিষয়ে এক কৃষক তিনি জানান, বৃষ্টির জেরে মাঠের ধান মাঠেই পড়ে রয়েছে। বৃষ্টির জল পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান। তাই যত তাড়াতাড়ি সম্ভব মার থেকে পাকা ধান তুলতে পরিবারের সকল সদস্যরা কাজে হাত লাগিয়েছে। বৃষ্টির জল পড়ে ধান নষ্ট হওয়া সম্ভাবনা রয়েছে আর এর ফলে বাজারে চালের দাম বাড়তে পারে। সবজির দাম আগুন ছোঁয়া হতে পারে বলে আশঙ্কা করছে কৃষকরা।
advertisement
কৃষি বিজ্ঞানের পরামর্শ মতো কিভাবে বাঁচবে সবজির ক্ষেতের জমির ফসল তা প্রথমে কৃষকদের মাঠে গিয়ে দেখতে হবে যে সমস্ত ধানগুলি পেকে গেছে সেগুলি আগে তুলে নিয়ে ঝেড়ে নিতে হবে। যে সমস্ত ধান গুলি এখনও পাকেনি সেই ধানগুলি পাকার মুহূর্তেই জমি থেকে কেটে নিয়ে আসতে হবে। এবং খেয়াল রাখতে হবে যাতে কোনওভাবেই দাঁড়ানো গাছগুলি শুয়ে না পড়ে। সবজির ক্ষেত্রে গোড়ায় সার ব্যবহার করতে হবে, যাতে সবজি গাছের গোড়ায় পচন না হয়। এই নিয়মগুলি মেনে চললে বাঁচতে পারে জমির ফসল ও সবজির ক্ষেত।অসময়ের বৃষ্টির কারণে মাথায় হাত পড়েছে সবজি চাষিদের। কৃষি বিশেষজ্ঞের এই পরামর্শে কিছুটা হলেও হতে পারে সুরাহা।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 1:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: অকাল বৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল, কীভাবে বাঁচানো সম্ভব, জানালেন কৃষি বিশেষজ্ঞ