South 24 Parganas News: বন‍্যপ্রাণী দিবস পালন দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের উদ্যোগে

Last Updated:

South 24 Pargana News || সুন্দরবনের ঝড়খালিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হল দক্ষিণ ২৪ পরগনা বনদফতরের তরফে।

+
বন‍্যপ্রাণী

বন‍্যপ্রাণী দিবস পালন দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের উদ্যোগে

সুন্দরবন : Sপশ্চিমবঙ্গ সরকারের বনদফতরের অধীনে থাকা ঝড়খালি রেঞ্জ ফরেস্টের পক্ষ থেকে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে  বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের মাধ্যমে সুন্দরবনের সাধারণ মানুষের কাছে বন্যপ্রাণী সচেতনতা সম্বন্ধে বার্তা পৌঁছে দিতে ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে ঝড়খালি রেঞ্জ ফরেস্ট অফিস থেকে মিছিল করে যাওয়া হয় ঝড়খালি জেটিঘাট পর্যন্ত।
দফতরের কর্মীদের সঙ্গে সঙ্গে মিছিলে পা মিলিয়েছে সাধারণ এলাকার বাসিন্দা ও এলাকার জে এফ এম সি কর্মীরা। এদিন এই মিছিল শেষে ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে নিয়ে সুন্দরবন ভ্রমণ করানো হয় এবং বন্যপ্রাণ সম্বন্ধে তাঁদের মধ্যে সচেতনতাবোধ গড়ে তুলতে সুন্দরবনের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে তাঁদের নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাশীনগরের সাহেব খালে আগুন! চাঞ্চল্য এলাকায়
এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত বন বিভাগের আধিকারিক অনুরাগ চৌধুরী। তিনি বলেন ‘সুন্দরবন বিশ্বের মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য জায়গা। বন্যপ্রাণ সংরক্ষণ ও বন্যপ্রাণীদের বৈচিত্র আছে সুন্দরবনে। সাধারণ এলাকার স্কুল ছাত্রছাত্রীরা সুন্দরবন ভ্রমনে যেতে পারেন না তাঁর জন্যেই এই বন্যপ্রাণী দিবসে সেই সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এদিন ভ্রমণের পাশাপাশি তাঁদের বিভিন্ন অভিজ্ঞতামূলক তথ্য প্রদান করা হয় বন দফতরের পক্ষ থেকে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বন‍্যপ্রাণী দিবস পালন দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের উদ্যোগে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement