Namkhana Crime|| ১ বছর ৮ মাসের মেয়েকে চরম নির্যাতন! 'অত্যাচারী' বাবাকে যাবজ্জীবন সাজা দিল আদালত
- Published by:Shubhagata Dey
- hyperlocal
Last Updated:
২০১৭ সালের জানুয়ারি মাসে নামখানা থানায় নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে নামখানা থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় শিশুর বাবাকে।
নামখানা: ১ বছর ৮ মাসের শিশুকন্যাকে ধর্ষণ করে তার বাবা। বিরলতম এই ঘটনায় আজ অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিলেন কাকদ্বীপ পকসো আদালতের বিচারক শর্বানী মল্লিক চট্টোপাধ্যায়।
২০১৭ সালের জানুয়ারি মাসে নামখানা থানায় নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর অজয় চন্দ্র তদন্তে নেমে গ্রেফতার করেন শিশুকন্যার বাবাকে। তারপর থেকেই বিচারপ্রক্রিয়া চলছিল। দীর্ঘদিন ধরে ১৮ জন স্বাক্ষীর বয়ান রেকর্ড করা হয়।
আরও পড়ুনঃ পঞ্চায়েতেও সাগরদিঘি মডেল? জোট তত্ত্ব আরও মজবুত হল সিপিএম-কংগ্রেসে
ঘটনার দিন নির্যাতিতার মা শিশুকে তার বাবার কাছে রেখে স্নান করতে গিয়েছিলেন। সেই সময়ে এই জঘন্যতম অপরাধ ঘটায় ওই ব্যক্তি। প্রায় পাঁচ বছর পরে এই ঘটনায় এদিন রায় ঘোষণা করে আদালত। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই রকম জঘন্যতম অপরাধের ঘটনায় আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করায় খুশি আইনজীবী থেকে পুলিশমহল।
advertisement
advertisement
বিশ্বজিৎ হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 8:52 AM IST