কাকদ্বীপ: সুন্দরবনকে বিশ্বের সামনে তুলে ধরতে মৌসুনীতে আয়োজিত হল আর্ট-ক্যাম্প। সুন্দরবন আর্ট আকাদেমির উদ্যোগে এই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই আর্ট ক্যাম্পে ভারত ও বাংলাদেশের একাধিক শিল্পী অংশগ্রহণ করেছিলেন।
উদ্যোক্তাদের দাবি, সুন্দরবনের মানুষের দুঃখ-দুর্দশা-সমস্যার কথা বিশ্বের দরবারে তুলে ধরতে তাঁদের সঙ্গে সাবলীল ভাবে মিশতে হবে, তবেই জানা যাবে তাদের সমস্যার কথা। সেই সমস্যার কথা জানতে মৌসুনীর মত একটি ছোট্ট দ্বীপে তাঁরা এই ক্যাম্পের আয়োজন করেছিলেন। সেখানে একাধিক শিল্পীর ভাবনায় সেই ছবি ফুটে উঠেছে বলে জানিয়েছেন তাঁরা। এছাড়াও সৃষ্টি হয়েছে একাধিক শিল্পকর্ম।
আর্ট ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিখ্যাত চিত্র শিল্পী খলিফা পলাশ, ভারতের বিশিষ্ট ভাষ্কর্য শিল্পী বিমান নাগ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আর্ট ক্যাম্পের উদ্যোক্তাদের পক্ষ থেকে দেবরাজ বেরা জানান, শিল্পীর চোখে শিল্পকে তুলে ধরার জন্য এই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তাঁদের লক্ষ সুন্দরবনকে বাঁচানো এবং সুন্দরবনকে বিশ্বের দরবারে তুলে ধরা। মৌসুনী দ্বীপে এই প্রথম আন্তর্জাতিক স্তরে আর্ট ক্যাম্পের আয়োজন করা হল।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24Pargana News