South 24 Parganas News: হাইকোর্টের দু'সপ্তাহের সময়সীমা আগেই পেরিয়েছে, ১০০ দিন পর‌ও চাকরি হল না ১৫০৬ জন টেট উত্তীর্ণর

Last Updated:

২০২২-এর ১৫ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু'সপ্তাহের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে টেট উত্তীর্ণদের সফল তালিকা প্রকাশ করে নিয়োগের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ মত নিয়োগ প্রক্রিয়ার শুরু না হওয়ায় হবু শিক্ষকরা বালিগঞ্জে জেলা শিক্ষা সংসদের অফিসের বাইরে ধর্নাতেও বসেন।

হবু শিক্ষকদের প্রতিবাদ
হবু শিক্ষকদের প্রতিবাদ
দক্ষিণ ২৪ পরগনা: হাইকোর্টের নির্দেশ দিয়েছিল দু'সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তাপর ১০০ দিন পেরিয়ে গিয়েছে, এখনও নিয়োগ প্রক্রিয়াই শুরু হল না দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ টেট উত্তীর্ণ ১৫০৬ জন চাকরিপ্রার্থীর। এর আগে বালিগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করে তাঁরা আন্দোলনও করেন। সেই সময় প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন তুলে নিলেও অবস্থা বদলায়নি। আর তাই ফের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন ঐ টেট উত্তীর্ণরা।
২০২২-এর ১৫ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু'সপ্তাহের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে টেট উত্তীর্ণদের সফল তালিকা প্রকাশ করে নিয়োগের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ মত নিয়োগ প্রক্রিয়ার শুরু না হওয়ায় হবু শিক্ষকরা বালিগঞ্জে জেলা শিক্ষা সংসদের অফিসের বাইরে ধর্নাতেও বসেন। তখন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দেওয়ায় চাকরিপ্রার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।
advertisement
advertisement
চাকরিপ্রার্থীদের অভিযোগ, হাইকোর্টের রায়ের পর একশো দিন কেটে গিয়েছে কিন্তু কোন‌ও হেলদোল নেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। এক প্রকার বাধ্য হয়েই তাঁরা ডায়মন্ডহারবারে সংসদের অফিসে গিয়ে চেয়ারম্যান অজিত নায়েকের সঙ্গে দেখা করে দ্রুত নিয়োগের দাবি জানান।
advertisement
২০০৯ টেট উত্তীর্ণদের দাবি, ৬ মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। না হলে সংসদ অফিসের বাইরে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আন্দোলনকারীরা জানান, হাইকোর্টের নির্দেশও অমান্য করছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তাদের এই গড়িমসির কারণে তালিকাভুক্ত দু’‌জনের বয়স ৬০ বছর অতিক্রম করেছে। চাকরিপ্রার্থীদের এই দাবি প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক জানান, আমাদের হাতে তালিকাভুক্ত সফল চাকরিপ্রার্থীদের নিয়োগের মত পদ নেই। অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ করতে হবে। ইতিমধ্যে সরকারকে আমরা তা জানিয়েছি। শিক্ষামন্ত্রীও বিষয়টি জানেন। তবে কবে সমস্যার সমাধান হবে তা তারিখ ধরে বলা সম্ভব নয়।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: হাইকোর্টের দু'সপ্তাহের সময়সীমা আগেই পেরিয়েছে, ১০০ দিন পর‌ও চাকরি হল না ১৫০৬ জন টেট উত্তীর্ণর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement