South 24 Parganas News : এখনও জ্বলছে প্লাস্টিক কারখানা! ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, আগুন লাগার কারণ জানলে চমকে উঠবেন
- Published by:Ankita Tripathi
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতভর চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আসেনি।আগুন এখনও জ্বলছে বারুইপুরের প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানার আগুন।
বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরের একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতভর চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আসেনি আগুন এখনও জ্বলছে বারুইপুরের প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানার আগুন। ঘটনাস্থলে রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ১৫টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
সূত্রের খবর, শনিবার রাত্রি ৯ নাগাদ পাঁচঘরা ক্ষীরিসতলায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানায় একাংশে। সেই সময় কারখানায় কাজ করছিলেন কর্মীরা। কালো ধোঁয়া দেখতে পেয়েই অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। তার খানিক পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলের একাধিক ইঞ্জিন।
advertisement
আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও বহু ইঞ্জিন সেখানে আসে। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না, তা এখনও জানা যায়নি। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় বাসিন্দা আশরাফ গাজী, তিনি জানান শনিবার সন্ধ্যায় হঠাৎ করে ওই কারখানায় আগুন লেগে যায় এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা তড়িঘড়ি দমকলকে খবর দেয়। দমকলের আধিকারিকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকার বাসিন্দারা।
advertisement
দক্ষিন চব্বিশ পরগনা জেলার ফায়ার অফিসার টি কে দত্ত জানান, “মোট ১৫টি ইঞ্জিন কাজ করছে। এই ইঞ্জিন রোলিং হচ্ছে। এখনও ৫টি পকেটে ফায়ার আছে।” আগুন বাগে আনতে সারাদিন লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
advertisement
Suman Saha , Nawab Ayatulla Mallick
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2023 1:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : এখনও জ্বলছে প্লাস্টিক কারখানা! ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, আগুন লাগার কারণ জানলে চমকে উঠবেন