Fire in Baruipur: দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিক কারখানা! আগুন নিয়ন্ত্রণের বাইরে! বারুইপুরে ভয়াবহ কাণ্ড!
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Fire in Baruipur: বারুইপুরের কারখানায় ভয়াবহ আগুন! দমকলের ছয়টি ইঞ্জিন হাজির! চলছে আগুন নেভানোর চেষ্টা!
বারুইপুর : বারুইপুরের মল্লিকপুর আকনায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই, ঘটনা স্থলে বারুইপুর ও পাটুলি থেকে দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনা স্থলে গিয়েছে, আগুন এখনও নিয়ন্ত্রণে করা যায়নি! যদিও এই অগ্নিকান্ডে হতাহতের খবর নেই! শ্রমিকরা কেউ কারখানায় ছিল না, সবাই সন্ধ্যাতে কাজ করে বেরিয়ে যায়!
আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে, এই কারখানার পাশেই বারুইপুর পলিটেকনিক কলেজ। এলাকার মানুষজনের মধ্যে ছোটাছুটি পড়ে যায়, আগুন নেভাতে বাসিন্দারাই ঝাঁপিয়ে পড়েন। বারুইপুর থানার আই সি, বারুইপুর এস ডি পিও-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনি ঘটনা স্থলে যায়।
advertisement
advertisement
তবে এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়! আশপাশের সব জায়গা থেকে লোকজন ছুটে আসে। বহু মানুষ এই আগুনের ভিডিও করতে শুরু করেন। বহু মানুষ জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টাও করেন। তবে এই আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় সকলেই চিন্তিত! দমকলের তরফে চেষ্টা চলছে আগুন নেভানোর। উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়!
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2023 12:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Fire in Baruipur: দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিক কারখানা! আগুন নিয়ন্ত্রণের বাইরে! বারুইপুরে ভয়াবহ কাণ্ড!