South 24 Parganas News: পুলিশ চাইলে সব পারে, বকুনি খেয়ে ঘরছাড়া নাবালিকা ফিরল পরিবারে!

Last Updated:

পুলিশি জেরায় ওই নাবালিকা জানায় বাবা-মা মেরেছিল বলেই সে বাড়ি  থেকে পালিয়ে গিয়ে ছিল।

পুলিশের কাছে জয়নগরের নাবালিকা
পুলিশের কাছে জয়নগরের নাবালিকা
#জয়নগর: পুলিশি তৎপরতায় মুম্বাই থেকে উদ্ধার জয়নগরের নিখোঁজ নাবালিকা। গত ১৮ অগাস্ট জয়নগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণনগরের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী স্কুল থেকে আর বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সমস্ত আত্মীয় পরিজনের বাড়িতে খোঁজখবর নিয়ে মেয়ের সন্ধান না পেয়ে গত ২২ অগাস্ট জয়নগর থানার দারস্থ হন এবং তাঁদের মেয়ে নিখোঁজের কথা জানান। এবং জয়নগর থানায় একটি নিখোঁজ ডায়েরির অভিযোগ দায়ের করেন।
জয়নগর থানার পুলিশ নিখোঁজ নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে জানতে পারে ওই নাবালিকা মুম্বইয়ে আছে। এরপর জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এসআই রাজু গুপ্তা ওই নাবালিকার খোঁজ চালাতে থাকেন। এরপর মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী তদন্তকারী অফিসার জানতে পারে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি স্টেশন সংলগ্ন মালায়নি গেট নম্বর ৬-এর কাছে ওই নাবালিকা কোনও একটি বাড়িতে আছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে আবেগে ভাসলেন মমতা, উত্তরবঙ্গের মন জয়ে দুরন্ত চমক
গত রবিবার সেখান থেকেই ওই নাবালিকাকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয় জয়নগর থানায় । তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কী ভাবে গেল এবং কার সঙ্গে গিয়েছে সেই বিষয়ের উপরে। তারপর তাকে বারুইপুর মহাকুমা আদালতে পাঠানো হলে, আদালত তাকে হোমে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশি জেরায় ওই নাবালিকা জানায়, বাবা-মা মেরেছিল বলেই সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে বাড়ি থেকে পালানোর পর সাতদিন জয়নগর এলাকায় ছিল এবং তারপরেই সে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে কেন সে মুম্বইয়ে গিয়েছিল এবং সেখানে কোথায় থাকত সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পুলিশ চাইলে সব পারে, বকুনি খেয়ে ঘরছাড়া নাবালিকা ফিরল পরিবারে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement