বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে আবেগে ভাসলেন মমতা, উত্তরবঙ্গের মন জয়ে দুরন্ত চমক

Last Updated:

একই সঙ্গে বিরোধী বিজেপিকেও বাংলা ভাগ নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
#শিলিগুড়ি: পুজোর পর উত্তরবঙ্গ সফরে গিয়ে এবারের প্রথম বিজয়া সম্মিলনী সেখান থেকেই শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ নিয়ে নিজের মনের কথাও জানালেন মমতা। বললেন, 'উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়েই বাংলা'। একই সঙ্গে বিরোধী বিজেপিকেও বাংলা ভাগ নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি সর্বপ্রথম উত্তরবঙ্গের জেলাগুলোকে, নিয়ে বিশিষ্ট মানুষজনদের নিয়ে, স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটা বিজয়া সম্মেলন করছি। দু'বছর কোভিডের জন্য করতে পারিনি। আমি সবথেকে বেশি উত্তরবঙ্গে আসি। দু'মাসে অন্তত একবার আসি। নর্থবেঙ্গল, সাউথ বেঙ্গল মিলিয়েই পশ্চিম বাংলা।'
আরও পড়ুন: রতন টাটা-গৌতম আদানি-আজিম প্রেমজিরা ছোটবেলায় কেমন দেখতে ছিলেন? শিল্পপতিদের এই ছবিগুলি ভাইরাল
এদিন উত্তরবঙ্গবাসীদের জন্য বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'উত্তরবঙ্গে সুযোগ-সুবিধা আরও বাড়বে। বাড়তি গুরুত্ব দেওয়া হবে। উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে রাজ্য। আমরা এখানে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এখানে অনেক কিছু বানিয়েছি। ট্যুরিসম ডেস্টিনেশনের জন্য সম্মান দেওয়া হয়েছে। মার্চ মাসে যাব এই সন্মান আনতে। দুর্গাপুজোর জন্য আমরা সন্মান পেয়েছি। কিন্তু এই সন্মানটা অনেক বড়।'
advertisement
advertisement
আরও পড়ুন: কালনায় বন্ধ বেসরকারি বাস, নেপথ্যে তৃণমূল? কারণ শুনে বেজায় খেপেছেন যাত্রীরা
এবারে উত্তরবঙ্গে গিয়েই মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'ছট পুজোর জন্য দু'দিন ছুটি দেওয়া হয়। মালবাজারে সব পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করেছি। যাঁরা যাঁরা চাকরি করতে চান। ওই সময়ে বিজয়া ছিল, দশমী ছিল। যে ঘটনাটা ঘটেছে তার জন্য খুব মর্মহত। আমি সবাইকে পাঠিয়েছিলাম।'
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে আবেগে ভাসলেন মমতা, উত্তরবঙ্গের মন জয়ে দুরন্ত চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement