ভাঙর: আগুনে পুড়ে মৃত্যু হল এক গৃহবধূর। গুরুতর জখম হলেন পরিবারের আরও তিনজন সদস্য। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার মরিচা লেবুতলা গ্রামে। পুলিশ সূত্রে খবর মৃত গৃহবধূর নাম চম্পা বিবি, আহতদের নাম সুরজ মোল্লা, মিরাজ মোল্লা, জাহানারা খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সুরজ মোল্লার সঙ্গে সাংসারিক গন্ডগোল হয় তাঁর স্ত্রী চম্পা বিবির। এরপরই অভিমানে নিজের গায়ে কেরোসিন তেল ঢালেন সুরজ মোল্লা। তা দেখতে পেয়ে ছুটে আসেন ছোট ভাই মিরাজ মোল্লা। দাদার গায়ের কেরোসিন মুছে দেওয়ার সময় চম্পা বিবি ঘরে ঢুকে নিজের গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। তখন তাঁকে বাঁচাতে ছুটে যায় স্বামী সুরজ মোল্লা, দেওর মিরাজ মোল্লা ও মিরাজের স্ত্রী জাহানারা খাতুন।
আরও পড়ুন: আপনার আলমারি বলে দেবে আপনার মনের অবস্থা, সায় রয়েছে বিজ্ঞানেরও
আরও পড়ুন: নাকের লোম তুলছেন? এর জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে! জানুন
সুরজের গায়ে যেহেতু কেরোসিন ছিল সেই কারণে চম্পা বিবির গায়ের আগুন তাঁর গায়ে ধরে যায়। তাঁদেরকে বাঁচাতে গিয়ে আগুনে জখম হন মিরাজ ও জাহানারা। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁদেরকে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যায়। চম্পা বিবির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Pargana news, Suicide