South 24 Pargana News: স্বামী-স্ত্রীর অশান্তি, কেরোসিন ঢেলে আত্মঘাতী! ভাঙরে ভয়ঙ্কর ঘটনা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
South 24 Pargana News: আগুনে পুড়ে মৃত্যু হয় এক গৃহবধূর, গুরুতর জখম হন পরিবারের আরও তিনজন সদস্য।
ভাঙর: আগুনে পুড়ে মৃত্যু হল এক গৃহবধূর। গুরুতর জখম হলেন পরিবারের আরও তিনজন সদস্য। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার মরিচা লেবুতলা গ্রামে। পুলিশ সূত্রে খবর মৃত গৃহবধূর নাম চম্পা বিবি, আহতদের নাম সুরজ মোল্লা, মিরাজ মোল্লা, জাহানারা খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সুরজ মোল্লার সঙ্গে সাংসারিক গন্ডগোল হয় তাঁর স্ত্রী চম্পা বিবির। এরপরই অভিমানে নিজের গায়ে কেরোসিন তেল ঢালেন সুরজ মোল্লা। তা দেখতে পেয়ে ছুটে আসেন ছোট ভাই মিরাজ মোল্লা। দাদার গায়ের কেরোসিন মুছে দেওয়ার সময় চম্পা বিবি ঘরে ঢুকে নিজের গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। তখন তাঁকে বাঁচাতে ছুটে যায় স্বামী সুরজ মোল্লা, দেওর মিরাজ মোল্লা ও মিরাজের স্ত্রী জাহানারা খাতুন।
advertisement
advertisement
আরও পড়ুন: নাকের লোম তুলছেন? এর জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে! জানুন
সুরজের গায়ে যেহেতু কেরোসিন ছিল সেই কারণে চম্পা বিবির গায়ের আগুন তাঁর গায়ে ধরে যায়। তাঁদেরকে বাঁচাতে গিয়ে আগুনে জখম হন মিরাজ ও জাহানারা। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁদেরকে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যায়। চম্পা বিবির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 2:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargana News: স্বামী-স্ত্রীর অশান্তি, কেরোসিন ঢেলে আত্মঘাতী! ভাঙরে ভয়ঙ্কর ঘটনা