South 24 Paragan News: বারুইপুরে অটো চালককে খুনের অভিযোগ! যদিও পুলিশ বলছে অন্য কথা

Last Updated:

South 24 Paragan News: বারুইপুর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসেন কয়েকজন যুবক। চিকিৎসক দেখে তাঁকে মৃত বলে জানিয়ে দেন।

মৃত সেই অটো চালক
মৃত সেই অটো চালক
বারুইপুর: শুক্রবার সন্ধ্যায় বারুইপুর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় এক ব্যাক্তিকে নিয়ে আসেন কয়েক জন যুবক। চিকিৎসক দেখে তাঁকে মৃত বলে জানিয়ে দেন। বারুইপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ রেখে চম্পট দেয় সঙ্গে আসা লোকজন। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে ওই মৃতদেহের পরিচয় বের করে। জানা যায় অটো চালকের দেহ। মৃতের নাম রাকিব লস্কর, বয়স ২৩। অভিযোগ, খুন করে দেহ হাসপাতালে এনে ফেলে রেখে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
যদিও পরিবারের তরফে বারুইপুর থানায় কোনও অভিযোগ করা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খোদারবাজার নিশ্চিন্তপুরের বাসিন্দা রাকিব। ক্যানিং-বারুইপুর রুটের অটোচালক তিনি। রাকিবের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। ছেলের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খুন করা হয়েছে তাই দেহ ফেলে পালিয়েছে। রাকিবের আত্মীয় রমজান শেখ বলেন, দেহে আঘাতের চিহ্ন আছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পুলিশ দেখে দৌড়ে পালাতেই সন্দেহ নিশ্চিত, তল্লাশি চালাতেই চোখ কপালে! ধৃত ১
শুক্রবার সকাল ১১টায় এক বন্ধুর অটো করে বাড়ি থেকে বেরিয়েছিল। নিজের গাড়ি বাড়িতেই ছিল। স্থানীয়দের কাছ থেকে জেনেছি সন্ধ্যা ৭টায় কুমোরহাট থেকে অটোয় গ্যাসও ভরেছিল তাঁরা। কিন্তু রাতে খবর পাওয়া যায় হাসপাতালে দেহ পড়ে আছে। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কোনও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়েছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
advertisement
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paragan News: বারুইপুরে অটো চালককে খুনের অভিযোগ! যদিও পুলিশ বলছে অন্য কথা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement