South 24 Parganas News: পরের মরসুমের জন্য ইলিশ ‘বাঁচিয়ে’ রাখতে জরুরি পদক্ষেপ ডায়মন্ড হারবারে

Last Updated:

ছোট ইলিশ ধরা রুখতে ডায়মন্ডহারবারে আয়োজিত হল ইলিশ বাঁচাও উৎসব‌। ২৩ সেন্টিমিটারের কম আয়তনের ইলিশ ধরা আইনত অপরাধ। সেজন্য মৎস্যজীবীদের সচেতন করতে এই উৎসব আয়োজিত হয়। 

+
বাজারে

বাজারে বিক্রি হচ্ছে ইলিশ 

ডায়মন্ড হারবার: ছোট ইলিশ ধরা রুখতে ডায়মন্ডহারবারে আয়োজিত হল ইলিশ বাঁচাও উৎসব‌। ২৩ সেন্টিমিটারের কম আয়তনের ইলিশ ধরা আইনত অপরাধ। কিন্তু সমুদ্রে বড় ইলিশের দেখা না মেলায় বাধ্য হয়েই ছোট ইলিশ ধরতে হচ্ছে মৎস্যজীবীদের। এই পরিস্থিতিতে ছোট ইলিশ না ধরার বার্তা নিয়ে এই উৎসবের আয়োজন করা হল।
এই উৎসব আন্তর্জাতিক মানের উৎসবে পরিণত হয়েছিল বলে দাবি আয়োজকদের একাংশ। হুগলি নদীর পাড়ে সুভাষ ঘাটের কাছে এই উপলক্ষে একটি এই অনুষ্ঠানের সূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ইলিশ নিয়ে সেমিনারেরও আয়োজন করা হয় এদিন।
আরও পড়ুন: পুজোর আগে হোক জমিয়ে শপিং! খুলে গেল পোশাকের দু’দুটো পাইকারি হাব
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজল দে, নিবন্ধক সাইদুর রহমান, এসডিও অঞ্জন ঘোষ, এসডিপিও মিতুন কুমার দে সহ দুই বাংলার লেখক এবং শিল্পীরা। ইলিশ নিয়ে একটি গবেষণা গ্রন্থ এবং সাহিত্য সংকলনেরও উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে।
advertisement
advertisement
আয়োজকেরা জানাচ্ছেন, অন্য যে কোনও ইলিশ উৎসবের মতো এই উৎসব নয়। এখানে ইলিশ খাওয়া হয় না। এই উৎসব থেকে মৎস্যজীবীদের সচেতন করা হয়। ছোট ইলিশ ধরা আইনত অপরাধ এই কথা মৎস্যজীবীদের অধিকাংশ জন জানলেও এখনও অনেকে তা মানেন না। আর সেজন্যই আয়োজন করা হয়েছে এই উৎসবের।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পরের মরসুমের জন্য ইলিশ ‘বাঁচিয়ে’ রাখতে জরুরি পদক্ষেপ ডায়মন্ড হারবারে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement