Sundarban| Royal Bengal Tiger|| বছর শেষের বড় ধামাকা! দীর্ঘক্ষণ দক্ষিণরায়ের জলকেলি, গায়ে কাঁটা দেওয়া ভিডিও
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
চলতি বছরে একাধিক বার বাঘের দেখা পেয়েছেন সুন্দরবনে আগত পর্যটকরা । সুন্দরবনে বেড়াতে আসা একাধিক পর্যটকদের দল সুন্দরবন জঙ্গলে বাঘের দেখা পেয়েছেন বলে দাবি সুন্দরবনে পর্যটন ব্যবসার সাথে যুক্ত ট্যুর অপারেটরদের।
#সুন্দরবন: চলতি বছরে একাধিক বার বাঘের দেখা পেয়েছেন সুন্দরবনে আগত পর্যটকরা। শীতকাল মানেই দেদার আনন্দ আর চড়ুইভাতি। আর তার সঙ্গে অবশ্যই ভ্রমণ। শুক্রবার উত্তর ২৪ পরগণার নৈহাটি থেকে একদল পর্যটক গিয়েছিলেন সুন্দরবনের উদ্দেশ্যে। আর সেখানেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত বসিরহাট রেঞ্জের ঝিলা ১ নম্বর জঙ্গলেই দেখতে পান রয়্যাল বেঙ্গল টাইগার। স্বাভাবিকভাবেই সামনে থেকে বাঘের দর্শন পেয়ে বেজায় উৎফুল্ল পর্যটকরা।
শুক্রবার যখন নৈহাটির ওই পর্যটকরা বোটে করে ঝিলা ১ নম্বর জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সময় তাঁদের নজরে আসে একটি বাঘ জলে নামার চেষ্টা করছে। অনেকক্ষণ ধরেই সেই বাঘটি সেখানেই ছিল। কোনওভা সময় নষ্ট না করে সেই দুর্লভ দৃশ্য মোবাইল বন্দি করেন।
আরও পড়ুনঃ স্বল্প ব্যয়ে বিপুল আয়, বছরভর ব্যাপক চাহিদা, এই সবজি চাষে ঝুঁকছে কৃষকরা
প্রতিনিয়ত সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের নজরে পড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এমন ঘটনায় চলতি মরশুমে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা অন্যান্য বছরের তুলনা কয়েকগুণ বেড়েছে। সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে বলে দাবি বন আধিকারিকরা। বন দফতরের সেই দাবির সত্যতা মিলেছে গত কয়েকমাসে একাধিকবার বাঘের দর্শন মেলায়।
advertisement
advertisement
যদিও বর্তমানে সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা কত সে বিষয়ে মুখ খুলতে চাননি বনকর্তারা। আগামী মার্চে বাঘ গণনার ফল প্রকাশ পেলেই সেই সংখ্যা জানা যাবে। তবে এ বার শীতে সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকরা বারে বারে বাঘের দর্শন পাওয়ায় বেজায় খুশি।
সুমন সাহা
Location :
First Published :
December 31, 2022 2:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarban| Royal Bengal Tiger|| বছর শেষের বড় ধামাকা! দীর্ঘক্ষণ দক্ষিণরায়ের জলকেলি, গায়ে কাঁটা দেওয়া ভিডিও