দক্ষিণ ২৪ পরগণা: পিচ ঢালা রাস্তায় পড়ে থাকছে মাটির স্তর। অল্প বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হয়ে, রাস্তা হয়ে যাচ্ছে পিচ্ছিল। ফলে দিনের পর দিন বাড়ছে দুর্ঘটনা। দক্ষিণ ২৪ পরগণার প্রায় সর্বত্রই এখন দেখা যাচ্ছে এই ছবি। বিগত বেশ কয়েকবছর ধরে এই ছবি দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়। জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক, এমনকি গ্রামের রাস্তাতেও পড়ে থাকছে মাটি। কিন্তু এত মাটি আসছে কোথায় থেকে।
আরও পড়ুনঃ বাবার নিথর দেহ বাড়ি ফিরল, স্বপ্ন পূরণে অবিচল মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে
দক্ষিণ ২৪ পরগণার প্রায় সর্বত্রই চলছে নীচু জায়গা ভরাট করার কাজ। বিশেষ করে শহরতলী ও গ্রামের দিকে চলছে এই কাজ। এই মাটি বয়ে আনা হচ্ছে ডাম্পার জাতীয় গাড়ি দিয়ে। ফলে রাস্তায় পড়ছে মাটি। গ্রীষ্মকালে এই মাটি শুকনো হয়ে ধূলোর সৃষ্টি করছে। প্রখর রৌদ্রে এরফলে শ্বাসকষ্ট হয়ে অসুবিধা হচ্ছে নিত্যযাত্রীদের। এ নিয়ে সম্প্রতি বিনয় চক্রবর্তী নামের এক ব্যক্তি জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন: বালির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, দেহ উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ
তাঁর অভিযোগ এভাবে দিনের পর দিন এই মাটির গাড়ির দৌরাত্ম বাড়ছে। গ্রীষ্মকাল পড়লেই এই মাটির গাড়িগুলি আসছে এলাকায়। এরপর সঠিক পদ্ধতিতে মাটি স্থানান্তর না হওয়ায় সেগুলি রাস্তার উপর পড়ছে। বাদ যাচ্ছেনা জেলার গুরুত্বপূর্ণ ১১৭ নং জাতীয় সড়কও।ফলে নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা। এই সমস্যার দ্রুত সমাধান করার দাবি জানিয়েছেন তিনি। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়, কবে সাধারণ মানুষজন কবে মুক্তি পান এই যন্ত্রণার হাত থেকে।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: National highway, Road, Soil, South 24 Parganas