Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, তারপর যা হল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Accident: দক্ষিণ বারাসতে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল বোলেরো পিকআপ ভ্যান।
জয়নগর: দক্ষিণ বারাসতে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল বোলেরো পিকআপ ভ্যান।রবিবার কলকাতা থেকে জয়নগরগামী একটি বোলেরো পিকআপ ভ্যান দক্ষিণ বারাশত সাহা পাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কুলপি রোডের পাশে একটি হাই টেনশান বিদ্যুতের খুটিতে সজোরে ধাক্কা মারে।
জোরালো আওয়াজ পেয়েই বেরিয়ে আসে এলাকার মানুষজন। পিকআপ ভ্যানের মধ্য থেকে চালককে উদ্ধার করে তারা। এক প্রত্যক্ষদর্শী জানান, রাস্তা ভাল হওয়ার পর থেকেই গাড়ির গতি বাড়ায় এই জায়গায় বারংবার দুর্ঘটনা ঘটছে।
advertisement
advertisement
আজ ও সকালে রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে থাকলে প্রাণে মারা যেত। তাই তাদের দাবি গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় স্পিড ব্রেকার বসানো হোক।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং গাড়ির চালককে আটক করে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2024 5:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, তারপর যা হল...