South 24 Parganas: কাকদ্বীপে চলছে পাইপলাইনের কাজ, অসুবিধার সম্মুখীন স্থানীয়রা

Last Updated:

কাকদ্বীপে স্টেশন চত্বর লাগোয়া এলাকায় পাইপলাইনের কাজ চলার জন‍্য অসুবিধা স্থানীয়দের। কাকদ্বীপ স্টেশনের সঙ্গে ১১৭ নং জাতীয় সড়কের সংযোগকারী রাস্তায় এই কাজ চলার কারণে অসুবিধায় পড়েছেন স্থানীয়রা।

+
কাকদ্বীপে

কাকদ্বীপে পাইপলাইনের কাজের জন‍্য অসুবিধা স্থানীয়দের

#কাকদ্বীপ : কাকদ্বীপে স্টেশন চত্বর লাগোয়া এলাকায় পাইপলাইনের কাজ চলার জন‍্য অসুবিধা স্থানীয়দের। কাকদ্বীপ স্টেশনের সঙ্গে ১১৭ নং জাতীয় সড়কের সংযোগকারী রাস্তায় এই কাজ চলার কারণে অসুবিধায় পড়েছেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ এই রাস্তা কাকদ্বীপ স্টেশনে যাওয়ার প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে নিত‍্য যাতায়াত করেন প্রায় হাজারখানেক রেলযাত্রী। সমস‍্যার সূত্রপাত সপ্তাহখানেক আগে। কাকদ্বীপ স্টেশন চত্বরে জলজমা সমস‍্যা দূর করতে শুরু হয় ড্রেনেজ সিস্টেমের কাজ। এর জন‍্য রাস্তা খুঁড়ে বসানো হচ্ছিল পাইপ। উল্লেখ্য শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ-নামখানা লাইনের কাকদ্বীপ একটি গুরুত্বপূর্ণ স্টেশন।
অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ত সমগ্র স্টেশন চত্বর। সেই জল জমার সমস্যা থেকে মুক্তি দিতে স্টেশন থেকে ১১৭ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তার পাশ দিয়ে নিকাশীর জন্য পাইপ বসানোর কাজ শুরু হয়। কাজ চলাকালীন রাস্তার পাশে বসবাসকারী কয়েকজন বাসিন্দা প্রতিবাদ করেন। এরপরই কাজ বন্ধ করে চলে যায় নির্মানকারী সংস্থা। কিন্তু কাজ চলার কারণে রাস্তার উপর যে মাটি জড়ো করা হয়েছিল তা আর সরানো হয়নি।
advertisement
আরও পড়ুনঃ নিউজ ১৮ লোকালের খবরের জের! সারানো হল হটুগঞ্জ ও বেড়ন্দরীর সংযোগকারী সেতু
ফলে রাস্তা একপ্রকার বন্ধ হয়ে পড়েছে। আর এই বেহাল রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থএবং স্থানীয় বাসিন্দারা। তারা সকলেই এই সমস‍্যার দ্রুত সমাধান চাইছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব পন্ডা জানান ড্রেন করবে বলে রাস্তার পাশে কাটা হয়েছে। এরপর কাজ বন্ধ হয়ে গিয়েছে। এখন কোনো কাজ হচ্ছে না। যেকোনো সময় বড় দূর্ঘটনা ঘটতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বেহাল রায়দিঘী রোড! সারানোর দাবিতে আন্দোলন
সমস‍্যাটি দ্রুত সমাধান হলে ভালো হয়। এই বেহাল রাস্তা নিয়ে যায় পর এক স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, প্রধান রাস্তা বন্ধ থাকায় খুবই অসুবিধা হচ্ছে।অসুস্থ মানুষজনকে নিয়ে আসা যাচ্ছে না। কাকদ্বীপ স্টেশনের দিকেও যেতে গেলে খুবই অসুবিধা হচ্ছে। দ্রুত এই সমস‍্যার সমাধান হলে খুবই ভালো হয়।
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: কাকদ্বীপে চলছে পাইপলাইনের কাজ, অসুবিধার সম্মুখীন স্থানীয়রা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement