South 24 Parganas News: সাগরের সাপখালিতে তৈরি হচ্ছে নতুন উপ-স্বাস্থ্যকেন্দ্র

Last Updated:

এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে জ্বর, সর্দি, কাশি সহ একাধিক সাধারণ রোগের চিকিৎসা মিলবে। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে জটিল রোগের প্রাথমিক চিকিৎসাও করা হবে‌‌।

দক্ষিণ ২৪ পরগনা: সাগরের সাপখালিতে তৈরি হচ্ছে নতুন উপ-স্বাস্থ্যকেন্দ্র। এতদিন এই এলাকার মানুষকে প্রাথমিক চিকিৎসার জন‍্য সাগর ব্লক হাসপাতালের উপর নির্ভর করতে হতো। তবে এই উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ার পর সেই সমস‍্যার অনেকটাই সমাধান হবে।
এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে জ্বর, সর্দি, কাশি সহ একাধিক সাধারণ রোগের চিকিৎসা মিলবে। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে জটিল রোগের প্রাথমিক চিকিৎসাও করা হবে‌‌। প্রয়োজনে এরপর কোন‌ও রোগীকে ব্লক হাসপাতালে স্থানান্তরিত করা হবে। এছাড়াও এখানে শিশুদের টিকাকরণ, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। প্রশিক্ষিত নার্স সবসময় উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ায় খুশি সাপখালির মানুষ।
advertisement
advertisement
শুক্রবার এই উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন সাগরের ব্লক স্বাস্থ্য আধিকারিক অংশুমান বসু সহ অন্যান্য বিশিষ্ট ব‍্যক্তিরা। সুন্দরবন উন্নয়নমন্ত্রী জানান, এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছিল। আগে এই এলাকার মানুষকে প্রাথমিক চিকিৎসাটুকু পেতেও অনেক দূরে যেতে হতো। এবার সেই সমস্যা মিটতে চলেছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সাগরের সাপখালিতে তৈরি হচ্ছে নতুন উপ-স্বাস্থ্যকেন্দ্র
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement