South 24 Parganas News: প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ প্রায় ৪ কোটি টাকার চাল উধাও কাকদ্বীপে!
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চাল উধাও কাকদ্বীপে। গায়েব হয়েছে প্রায় ১২৪৫ মেট্রিক টন চাল, বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
কাকদ্বীপ: প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চাল উধাও কাকদ্বীপে। এই চালের বাজারমূল্য ও কম নয় প্রায় ৪ কোটি টাকা। গায়েব হয়েছে প্রায় ১২৪৫ মেট্রিক টন চাল। এদিকে এরমধ্যে বৃষ্টি ও নিম্নচাপের ফলে দুর্যোগের মেঘ ঘনিয়েছে সুন্দরবন উপকূলে। বিপর্যয় সামাল দিতে খোলা হয়েছে ফ্লাড সেন্টার, মজুত রাখা হচ্ছে শুকনো খাবার।
এর মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চালের এই নয়ছয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবনের কাকদ্বীপ মহকুমার নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও সাগর ব্লকে প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ প্রায় ১২৪৫ মেট্রিক টন সরকারি চাল (জিআর) হোলসেলারের গুদাম থেকে উধাও হয়েছ।
advertisement
advertisement
ইতিমধ্যে ওই হোলসেলার অমিত ভকতের বিরুদ্ধে এফআইআর করেছেন কাকদ্বীপের মহকুমাশাসক। অমিত ভকতের বিরুদ্ধে সরকারি সম্পদ অপব্যবহার ও অত্যাবশ্যকীয় পণ্য আইনে মামলা রুজু করেছে কাকদ্বীপ থানা।। এদিকে বিরোধীরা এই দূর্নীতিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
যদিও এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত মালি জানিয়েছেন, মহকুমা প্রশাসন তদন্ত করে গরমিল পাওয়ার পর এফআইআর হয়েছে। তবে দুর্যোগ এলে ত্রাণের চালের সংকট হবে না।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 3:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ প্রায় ৪ কোটি টাকার চাল উধাও কাকদ্বীপে!