South 24 Parganas News : সিসি টিভি থাকতেও নেই কোন রেহাই, নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী

Last Updated:

জয়নগরে বাড়ছে দুষ্কৃতিদের আনাগোনা, সিসি ক্যামেরা থাকতেও মিলছেনা সুরাহা।

নিরাপত্তার অভাবে ভাবছে স্থানীয়রা 
নিরাপত্তার অভাবে ভাবছে স্থানীয়রা 
জয়নগর: দুষ্কৃতী আনাগোনা বেড়ে ‌যাওয়ায় তিতিবিরক্ত পুর নাগরিকরা  জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।মজিলপুর পুরসভা এলাকায় চলতি মাসেই দু-দু’টি ছিনতাই হয়েছে। তদন্ত শুরু হলেও একজন অভিযুক্তও ধরা না পড়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। ক্ষুব্ধ বসিন্দারা নিরাপত্তার অভাব হচ্ছে বলে অভিযোগ করছেন। পুলিসের গাছাড়া মনোভাব নিয়েও কটাক্ষ করছেন। ছিনতাইয়ের দু’টি জয়নগর থানার পুলিস সিসিটিভি ফুটেজ পেয়েছে। তা সত্ত্বেও কেন দুষ্কৃতীদের গ্রেফতার করা যাচ্ছে না, জয়নগরের সর্বত্র এই প্রশ্ন উঠছে।
শেষমেশ চিঠি পাওয়ার পর চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, পুলিসকে এ বিষয়ে একাধিকবার বলা হয়েছে। পুরসভার ন’নম্বর ওয়ার্ডের জয়চণ্ডীতলা বেলের মাঠ এলাকায় পরিত্যক্ত বাড়িতে দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। আমরা এই অভিযোগও থানাতে জমা দিয়েছি।’ এই বিষয়ে বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, ‘খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে। আমরা স্পেশাল নজরদারির ব্যবস্থা করেছি।’
advertisement
advertisement
ডিসেম্বর ন’নম্বর ওয়ার্ডের মতিলাল পাড়ার এক গৃহবধু সন্ধ্যার সময় তুলসিতলায় জল দিতে যাচ্ছিলেন। তখন তাঁর সোনার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে এই ঘটনা ঘটলেও পুলিস অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ। এর পাশাপাশি ১৩ ডিসেম্বর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে পাঠভবন স্কুল সংলগ্ন এলাকায় এক গৃহবধু ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। তাঁরও সোনার হার ছিনতাই হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখন দেখার কবে স্বস্তি ফেরে এলাকায়।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : সিসি টিভি থাকতেও নেই কোন রেহাই, নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement