South 24 Parganas News: গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া রুখতে এবার চালু হল পোর্টাল
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
সাগর মেলায় হারিয়ে যাওয়া রুখতে এবার চালু হল পোর্টাল। সৌজন্যে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাব।
গঙ্গাসাগর: সাগর মেলায় হারিয়ে যাওয়া রুখতে এবার চালু হল পোর্টাল। সৌজন্যে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাব। ২০২৪ এর গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় হতে পারে বলে অনুমান করছে প্রশাসন।পরিসংখ্যান বলছে ২০২৩ এর দুর্গা পুজো থেকে কালীপুজো সবেতেই মাত্রাতিরিক্ত ভিড় হয়ে হয়েছিল সাগরে। শুধু এই রাজ্য নয়, ভারতের বিভিন্ন প্রদেশের সামাজিক ধর্মীয় অনুষ্ঠান গুলিতেও ভিড় হয়েছিল সাগরে। সেই আশঙ্কা থেকেই অনুমান করা হচ্ছে এবছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় হবে। ভিড় যত বাড়ে তত হারিয়ে যাওয়ার ঘটনাও বাড়ে।
সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হারানো মানুষকে আরও দ্রুত তার পরিবারের কাছে পৌঁছে দিতে তৈরি হয়েছে পোর্টাল myham.in এই পোর্টালে দ্রুততার সঙ্গে পোস্ট করা হবে হারানো মানুষের ছবি। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষার মানুষ সাগরে আসেন, অনেকেরই ভাষা ঠিক মত বোঝা যায়না। তখন অসুবিধা হত বিস্তর, অসুস্থ হয়ে পড়া পূণ্যার্থীরা, যারা নিজের নামটুকুও বলতে পারেনা অনেকসময় এবার তাদের ছবি আপলোড করা হবে ওয়েবসাইটে।
advertisement
advertisement
রইল ওয়েব সাইটের লিঙ্ক
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ফলে সহজেই ছড়িয়ে পড়বে এই ছবি। অসুস্থ হয়ে কথা বলতে না পারা মানুষ, ভিন্ন প্রদেশের ভাষা বুঝতে না পারা মানুষ, ভয়ে নিজের ঠিকানা বলতে না পারা হারিয়ে যাওয়া মানুষ, অথবা মৃত মানুষ, সবাইয়ের কাছেই ত্রাতা হবে এই পোর্টাল সেটা আর বলার অপেক্ষা রাখেনা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2023 7:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া রুখতে এবার চালু হল পোর্টাল
