South 24 Parganas News: চুরি হয়েছিল ৯টি মোবাইল, চোরকে ধরে উদ্ধার হল মাল
Last Updated:
৯ টি অ্যান্ডরয়েড মোবাইল সহ মোবাইল চোর কে গ্রেফতার করলো জয়নগর থানার পুলিশ
জয়নগর: রাস্তাঘাটে মোবাইল চুরির ঘটনা প্রায় শোনা যায়। একাধিক অভিযোগ জমা পড়ে থানায় আর এরপর তৎপর হল পুলিশ। ৯ টি অ্যান্ডরয়েড মোবাইল সহ মোবাইল চোরকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ৷ ধৃত ব্যক্তি আজিজুল মোল্লা, জয়নগর থানার চালতাবেড়িয়ার বাসিন্দা৷ গতকাল রাতে দক্ষিণ বারাসাত রেলগেট সংলগ্ন এলাকা থেকে আজিজুল মোল্লাকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ৷ উদ্ধার হয় নয়টি মোবাইল ফোন।
আরও পড়ুন- ব্যবসায়ীর পথ আটকে টাকা দাবি, রাজি না হওয়ায় ভয়ানক কাণ্ড এলাকারই এক দুষ্কৃতীর!
সম্প্রতি জয়নগর থানা এলাকার স্থানীয় বাসিন্দাদের মোবাইল চুরির হচ্ছে বলে অভিযোগ আসে পুলিশের কাছে। সেই সমস্ত অভিযোগকে ভিত্তি দিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তবে পুলিশ দীর্ঘদিন ধরে এই চুরির কিনারা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সেই চেষ্টা এত দিনেসাফল্য এল।
advertisement
আরও পড়ুন: ভেষজ আবির তৈরি করে লাভের মুখ দেখছেন মহিলারা
পুলিশ সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে ঘোরাঘুরি করছিল তখনই পুলিশের সন্দেহ হয় তারপর ওই অভিযুক্তকে আটক করে। তারপর তার কাছ থেকে নটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে। তবে ওই ব্যক্তিকে প্রথমে আটক করল পরে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। আজ ধৃতকে বারুইপুর মহাকুমা আদালতে তোলা হবে।পুলিশ ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।
advertisement
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 4:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চুরি হয়েছিল ৯টি মোবাইল, চোরকে ধরে উদ্ধার হল মাল