North Dinajpur News: ভেষজ আবির তৈরি করে লাভের মুখ দেখছেন মহিলারা

Last Updated:

সেই আবির পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাজারে। এই বছর ভেষজ আবিরের চাহিদা গতবারের থেকে অনেকটাই বেশি। ফলে এবার পরিমাণে অনেক বেশি আবির তৈরি হচ্ছে।

+
title=

উত্তর দিনাজপুর: জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়ের মুখ দেখাচ্ছে ভেষজ আবির। ফুল, সবজি থেকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই আবিরের এবার বিপুল চাহিদা। মঙ্গলবার দোল ও হোলি। তার আগে কার্যত নিশ্বাস ফেলার উপায় নেই উত্তর দিনাজপুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।
এই ভেষজ আবির তৈরির ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ করছেন চোপড়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা। প্রায় চার বছর ধরে তাঁরা আবির তৈরি করে বিক্রি করছেন। সেই আবির পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাজারে। এই বছর ভেষজ আবিরের চাহিদা গতবারের থেকে অনেকটাই বেশি। ফলে এবার পরিমাণে অনেক বেশি আবির তৈরি হচ্ছে। এই ভেষজ আবির তৈরির কাজ করা অঞ্জলী বোস দাস বলেন, উত্তর দিনাজপুর জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ভেষজ আবির বানানোর কাজ শিখেছি আমরা। ফল, ফুল, পাতা ব্যবহার করে ভেষজ আবির বানানো হচ্ছে। এই আবির ব্যবহারে চামড়া, চোখ বা শরীরের কোনও ক্ষতি হয় না। এই বছর চাহিদা অনেকটা বেড়েছে। ফলে এই আবির তৈরি করে আমরা দুটো পয়সার মুখ দেখতে পারছি।
advertisement
advertisement
চোপড়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভেষজ আবির তৈরি করতে দেখে এগিয়ে এসেছে অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাঁদের দেখাদেখি ধীরে ধীরে জেলার অন্যান্যরা‌ও এই কাজ শুরু করেছেন। সব মিলিয়ে দোলের আগে গ্রামের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে বড় অবদান রাখছে এই ভেষজ আবির।
advertisement
মৃন্ময় বসাক
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: ভেষজ আবির তৈরি করে লাভের মুখ দেখছেন মহিলারা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement