South 24 Parganas News: পঞ্জিকা মতে এ বছর জালে বেশি ইলিশ পড়বে, আশায় অভিনব কাণ্ড ঘটালেন মৎস্যজীবীরা!
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Hilsha Fishing: সাধারণত বর্ষার শুরুতে গভীর সমুদ্রে যাত্রা করেন মৎস্যজীবীরা। সেসময় নদী উত্তাল থাকে। সমুদ্রের বড় ঢেউ আছড়ে পড়ে ট্রলারগুলির গায়ে। মাঝে মাঝে এর ফলে ট্রলারডুবির মতো ঘটনাও দেখা যায়।
কাকদ্বীপ: ব্যান পিরিয়ড শেষের পর সার বেঁধে ট্রলার ভাসবে গভীর সমুদ্রে। রুপালি শস্যের খোঁজে হাজার হাজার মৎস্যজীবী পাড়ি জমাবে সুদূর দক্ষিণে। গত কয়েক বছরের খরা কাটিয়ে এবছর জালে বেশি ইলিশ পড়ার আশায় রয়েছেন মৎস্যজীবীরা। আর সেজন্য চলছে পূজার্চনা।
এছাড়াও ট্রলিং-এর সময় যাতে কোনও বিপদ না ঘটে সেজন্য মৎস্যজীবীরা ফিশিং হারবারগুলিতেও পুজার্চনার কাজ করেছেন। প্রতি বছর মৎস্যজীবীরা সমুদ্রে যাওয়ার আগে পূজা করেন মা গঙ্গাকে। সঙ্গে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলগুলিতে চলে মনসা পূজা। মৎস্যজীবীরা মনে করেন গঙ্গা এবং মনসাপূজার মাধ্যমে তাঁদের অভিষ্ট সিদ্ধ হবে। সমুদ্রযাত্রায় রক্ষা পাবেন তাঁরা।
advertisement
advertisement
সাধারণত বর্ষার শুরুতে গভীর সমুদ্রে যাত্রা করেন মৎস্যজীবীরা। সেসময় নদী উত্তাল থাকে। সমুদ্রের বড় ঢেউ আছড়ে পড়ে ট্রলারগুলির গায়ে। মাঝে মাঝে এর ফলে ট্রলারডুবির মতো ঘটনাও দেখা যায়। তার উপর থাকে মাছ কম পাওয়ার সম্ভবনা। এই সমস্ত বিপদ থেকে রক্ষা পেতে মৎস্যজীবিরা সমুদ্রে যাওয়ার আগেই এই পুজার কাজ সম্পন্ন করেন।
advertisement
এ নিয়ে মৎস্যজীবী ইউনিয়নের সদস্য রবীন দাস জানিয়েছেন, পঞ্জিকা অনুযায়ী এবছর জালে বেশি মাছ পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে মৎস্যজীবীরা আশায় রয়েছেন। পূজার্চনার কাজ করেই তাঁরা বেরিয়ে পড়বেন গভীর সমুদ্রের দিকে। তিন বছরের খরার পর এবছর কী হয়, সেদিকেই তাকিয়ে সকলে।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 16, 2023 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পঞ্জিকা মতে এ বছর জালে বেশি ইলিশ পড়বে, আশায় অভিনব কাণ্ড ঘটালেন মৎস্যজীবীরা!









