South Dinajpur News : অভিশপ্ত করমণ্ডল থেকে উধাও স্বামী, নেই মর্গে, হাসপাতালে, চন্দনের খোঁজে দিশেহারা!

Last Updated:

Coromandel Express Train Accident: ট্রেন দুর্ঘটনার পর তাঁর পরিবারের লোকজন সুদুর ওড়িশা থেকে শুরু করে কলকাতা, সব জায়গায় ঘুরে বেরিয়েছেন। সেখানকার বিভিন্ন হাসপাতাল ও মর্গে খোঁজ করছেন।

+
নিখোঁজ

নিখোঁজ চন্দন রায়ের পরিবার

দক্ষিণ দিনাজপুর: কেটে গিয়েছে ১৩টি দিন। আর এই ১৩ দিন যাবৎ তপনের গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা চন্দন রায়ের পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কারণ তাঁদের বড় ছেলে চন্দন ও তাঁর এক আত্মীয় নিত্যম রায় করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
ট্রেন দুর্ঘটনার পর তাঁর পরিবারের লোকজন সুদুর ওড়িশা থেকে শুরু করে কলকাতা, সব জায়গায় ঘুরে বেরিয়েছেন। সেখানকার বিভিন্ন হাসপাতাল ও মর্গে খোঁজ করছেন। কিন্তু চন্দন রায় ও তাঁর আত্মীয়র কোনও খবর পাওয়া যায়নি আজও। তবে ইতিমধ্যে জেলার বিভিন্ন গ্রামে পৌঁছেছে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু সংবাদ। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা বাড়ছে চন্দনের পরিবারের সদস্যদের মধ্যে।
advertisement
advertisement
চন্দন রায় তাঁর আত্মীয়র সঙ্গে শ্রমিকের কাজ করতে কেরল যাচ্ছিলেন। ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে উপার্জনের টাকা দিয়ে কিছুটা হলেও ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পারবেন বলে আশা করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না।
advertisement
বাড়িতে স্ত্রী তাঁদের এক ছেলেকে নিয়ে স্বামীর প্রতীক্ষায় বসে রয়েছেন। দুর্ঘটনার আগের সন্ধ্যায় পরিবারের সঙ্গে টেলিফোনে শেষ কথা হয়েছিল চন্দনের। বাড়ির রোজগেরে সদস্য ফিরবেন এই আশায় পরিবার থেকে প্রতিবেশীরা।
advertisement
এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা জুল্লুর রহমান বলেন, ‘‘আমরা খবর পেয়েছি। আমরা হেল্প লাইন নম্বরে ফোন করে সব জানিয়েছি যে আমার গ্রামের ছেলে চন্দন রায়ের খোঁজ মিলছে না। যাঁর বয়স ৩৮ বছর। চন্দন রায়ের খোঁজ না পাওয়া গেলেও যেন তাঁর পরিবারের কথা মাথায় রেখে ট্রেন দুর্ঘটনার আর্থিক দিক থেকে সরকারি অনুদানটুকু দেওয়া হয়।’’
advertisement
স্থানীয় পুলিশ প্রশাসন বা ব্লক প্রশাসনের কাছে একাধিকবার আর্জি করেও কোনও রকম সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ চন্দন রায়ের পরিবারের। ওড়িশা-সহ বিভিন্ন জায়গায় চন্দন রায়ের পরিচয় পত্র নিয়ে হাজির হচ্ছেন তাঁর আত্মীয়রা। কিন্তু এখনও খোঁজ মেলেনি তাঁর। যত সময় গড়াচ্ছে, উদ্বেগ যেন ততই বাড়ছে।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : অভিশপ্ত করমণ্ডল থেকে উধাও স্বামী, নেই মর্গে, হাসপাতালে, চন্দনের খোঁজে দিশেহারা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement