South 24 Parganas News: সংস্কৃতিবান মানুষের খোলা আঙিনায় কবিতা চর্চার কেন্দ্রবিন্দু সমুদ্র জানালা
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
নোনা জলে সিক্ত মাটির বুকে জোয়ারের জলের মধ্যে উঁকি দেওয়া দিগন্ত বিস্তৃত জানালার নাম হল সমুদ্র জানালা।
নামখানা: নোনা জলে সিক্ত মাটির বুকে জোয়ারের জলের মধ্যে উঁকি দেওয়া দিগন্ত বিস্তৃত জানালার নাম হল সমুদ্র জানালা।সংস্কৃতিবান মানুষের খোলা ঘরের কবিতা চর্চার কেন্দ্রবিন্দু এই সমুদ্র জানালা। আর সেই সমুদ্র জানালা কবিতা পত্রের আয়োজনে দক্ষিণ ২৪ পরগনা জেলার একেবারে অন্তিম প্রান্তে বঙ্গোপসাগরের তীরে ঘন ঝাউ জঙ্গলের মাঝে অনুষ্ঠিত হল বকখালি কবিতা উৎসব ২০২৩।
এই কবিতা উৎসবে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিরা। কবিতা উৎসব ২০২৩ এর উদ্বোধন করেছেন দক্ষিণ অসমের কবি শান্তনু গঙ্গারিডি।সংস্কৃতিমনা সকল মানুষের মধ্যে দেশের সংস্কৃতির আঙ্গিক সমূহকে সঠিকভাবে তুলে ধরা এবং সুশৃঙ্খল কর্মপদ্ধতির মাধ্যমে সংস্কৃতি ও কবিতা চর্চার একটি সুন্দর বাতাবরণ গড়ে তুলতে বদ্ধপরিকর সমুদ্র জানালা
advertisement
advertisement
আরও পড়ুন: মৎসজীবীর জালে বিরল প্রজাতির দুটি কচ্ছপ
বকখালিতে কবিতা উৎসবে এসেছিলেন ওপার বাংলার কবিরাও। পাশাপাশি কবিতা উৎসব ২০২৩-এ উপস্থিত প্রত্যেক কবিরা অকাল রাখি বন্ধনের মত কবিতার বন্ধনে বাঁধা পড়েন। ‘কবি চাই, কবিতাকে চাই’ এই ভাবনাকে সামনে রেখে বকখালি কবিতা উৎসব শেষ হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
আগামী দিনগুলিতেও বেঁচে থাক বকখালি কবিতা উৎসব এই আশাতেই বুক বেঁধে, এবছরের মত শেষ হয়েছে সমুদ্র জানালার পাল্লা, এবার অপেক্ষা আগামী দিনের।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 5:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সংস্কৃতিবান মানুষের খোলা আঙিনায় কবিতা চর্চার কেন্দ্রবিন্দু সমুদ্র জানালা
