South 24 Parganas News: ক্যারাটে চ্যাম্পিয়নদের নিয়ে মেগা-শো লক্ষীকান্তপুরে
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য শিক্ষার্থীদের , লক্ষীকান্তপুরের প্রশিক্ষণ শিবিরে প্রর্দশনশালার আয়োজন।
মন্দিরবাজার: জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে লক্ষীকান্তপুরের একটি ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের শিক্ষার্থীরা। আর তারপরেই তাদেরকে নিয়ে একটি প্রর্দশনশালার আয়োজন করে তারা। যা দেখতে সেখানে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারা।
লক্ষীকান্তপুর নট্যের মাঠে এই ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান থেকে ক্যারাটে শেখার পর জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয় অয়ন নস্কর। রেণুকা নস্কর ও বৃষ্টি পাল নামের দুই কিশোরীও সাফল্য পায়।আর এরপরেই তাদেরকে নিয়ে একটি মেগা-শোয়ের আয়োজন করা হয় লক্ষীকান্তপুরে। সেখানে ক্যারাটের বিভিন্ন কলাকৌশল দেখানো হয়। এই সাফল্যলাভের পর অনেকেই এই প্রশিক্ষণ শিবিরে তাদের ছেলেমেয়েদের ভর্তি করতে আসছে বলে জানিয়েছেন প্রশিক্ষক সুকুমার নস্কর।
advertisement
advertisement
আরও পড়ুন: দুর্ঘটনা ‘টার্নিং পয়েন্ট’…! সফল ক্রিকেটারের স্বপ্ন ছেড়ে আজ বাইক রেসার হাওড়ার সায়ক! চমকে দেওয়া গল্প
২০১৭ থেকে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন সুকুমার নস্কর। দীর্ঘ প্রচেষ্টার পর সাফল্য মিলেছে তাতেই খুশি তিনি। খুশি স্থানীয় বাসিন্দারা। জাতীয় স্তরে সাফল্য মেলার পর বিদেশে খেলতে চায় ছাত্র-ছাত্রীরা।এখন ছাত্র-ছাত্রীদের সেভাবেই তৈরি করছেন তিনি। ক্যারাটে শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আত্মনির্ভর হয়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যা সমাজে খুবই জরুরি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেজন্য দিন দিন এই ক্যারাটে প্রশিক্ষণের দিকে ঝুঁকছেন অনেক অভিভাবকই। তারমধ্যে এই খবর সেইসব অভিভাবকদের মুখে হাসি ফোটাবে।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 10:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ক্যারাটে চ্যাম্পিয়নদের নিয়ে মেগা-শো লক্ষীকান্তপুরে