South 24 Parganas News: নরেন্দ্রপুরের জঙ্গল থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নরেন্দ্রপুরের লস্করপুর লেকগার্ডেন এলাকার জঙ্গল থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম শুভেন্দু মণ্ডল।
দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরের জঙ্গল থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি গাছ থেকে ওই যুবকের দেহ ঝুলতে দেখেন। ওই ব্যক্তি কিছুদিন ধরে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।
নরেন্দ্রপুরের লস্করপুর লেকগার্ডেন এলাকার জঙ্গল থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম শুভেন্দু মণ্ডল। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার'ই রায়দিঘিতে। তবে বেশ কিছুদিন ধরে নরেন্দ্রপুরেই থাকছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, মাস ছয় আগে স্ত্রী-সন্তানকে নিয়ে এখানে ভাড়া এসেছিলেন। কিন্তু পারিবারিক অশান্তির জেরে মাস দেড়েক আগে সন্তানকে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। ছেলেটির পরিবারের অভিযোগ, স্ত্রীর চলে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগতেন শুভেন্দু। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। সেই মানসিক অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
advertisement
advertisement
এলাকার মানুষ জানিয়েছে, বুধবার রাত ৮ টা নাগাদ ভাড়াবাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। তারপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে এলাকার মানুষ ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। তাঁরাই পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যরা এসে শুভেন্দুকে ঝুলতে দেখে নরেন্দ্রপুর থানায় খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রতিদিন রাতে লস্করপুরের জঙ্গলে অসামাজিক কাজকর্ম হয়। তাঁরা এই বিষয়ে নজর দেওয়ার দাবি তোলেন। অভিযোগ শুনে স্থানীয় কাউন্সিলর সুশান্ত দাস জানান, এবার থেকে এই এলাকায় বাড়তি নজরদারি চালানো হবে।
অর্পণ মণ্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2023 4:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নরেন্দ্রপুরের জঙ্গল থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ








