Howrah News: রোটারি গঙ্গাধরপুর আই হসপিটালে এবার চোখের অস্ত্রোপচার‌ও হবে

Last Updated:

রোটারি গঙ্গাধরপুর আই হসপিটালে ইনডোর পরিষেবার অনুষ্ঠানিক উদ্বোধন হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের চিকিৎসায় এখানে বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে।

+
title=

হাওড়া: রোটারি গঙ্গাধরপুর আই হসপিটালে চালু হল ইনডোর সার্ভিস। ফলে এবার থেকে চোখের জটিল অস্ত্রোপচারও হবে সেখানে। প্রায় বছর দশেক আগে এখানে আউটডোর পরিষেবা চালু হয়েছিল। এবার অস্ত্রোপচারের সুবিধা পাওয়া যাবে। এতে গঙ্গাধরপুর সহ আশেপাশের এলাকার বহু মানুষের উপকার হবে।
রোটারি সংস্থার উদ্যোগে এই গ্রামে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়। ছেলেমেয়েদের খেলাধুলোর পরিকাঠামোও গড়ে ওঠে। এরপর গ্রামের মানুষের চিকিৎসার জন্য স্থানীয় সন্তোষ কুমার দাস এই চক্ষু হাসপাতাল তৈরি করেন।
advertisement
বুধবার রোটারি গঙ্গাধরপুর আই হসপিটালে ইনডোর পরিষেবার অনুষ্ঠানিক উদ্বোধন হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের চিকিৎসায় এখানে বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। চক্ষু হাসপাতালের এই ইনডোর সার্ভিস উদ্বোধনে হাজির ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হীরালাল যাদব (রোটারি ক্লাব ডিস্ট্রিক্ট গভর্নর), পাঁচলার বিডিও ঈশা ঘোষ, প্রতিষ্ঠাতা সম্পাদক সন্তোষ কুমার দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
রোটারি গঙ্গাধরপুর আই হাসপাতালে আছে অত্যাধুনিক যন্ত্রপাতি। আপাতত ২০ টি বেড নিয়ে যাত্রা শুরু হল। আগামী দিনে প্রয়োজনমত বেডের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। রোটারির অধীনে মোট ১২ টি হাসপাতাল চালু আছে। এর মধ্যে অন্যতম হল রোটারি গঙ্গাধরপুর আই হসপিটাল। এখানকার পরিবেশ রোগী থেকে তাঁদের পরিজন, সকলকেই মুগ্ধ করবে।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: রোটারি গঙ্গাধরপুর আই হসপিটালে এবার চোখের অস্ত্রোপচার‌ও হবে
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement