South 24 Parganas News: গ্রামসভায় সকল গ্রামবাসীর অংশগ্রহণ করাতে অভিনব উদ্যোগ!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
গ্রামসভায় সকল গ্রামবাসীর অংশগ্রহণ করাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল ঘোড়ামারা পঞ্চায়েত। গ্রামবাসীদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল এই বিচ্ছিন্ন দ্বীপে। আর যার ফলে খুশি স্থানীয়রা।
#সাগর : গ্রামসভায় সকল গ্রামবাসীর অংশগ্রহণ করাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল ঘোড়ামারা পঞ্চায়েত। গ্রামবাসীদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল এই বিচ্ছিন্ন দ্বীপে। আর যার ফলে খুশি স্থানীয়রা। মূলত গ্রামসভায় গ্রামবাসীরা অংশগ্রহণ করে তাদের অভাব অভিযোগ তুলে ধরেন। এক্ষেত্রে গ্রামের সকল বাসিন্দার এই গ্রামসভায় অংশগ্রহণ করা খুবই জরুরি। কিন্তু বিগত দিনগুলিতে দেখা গিয়েছে এই গ্রামসভায় যুবকরা খুব কম পরিমাণে অংশগ্রহণ করেছেন। মূলত তাদের কথা মাথায় রেখে ঘোড়ামারায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
এছাড়াও ছিল মোবাইল লাইব্রেরি। আর যার ফলে ঘোড়ামারার এই গ্রামসভায় যুবক যুবতীদের ভিড় উপচে পড়েছিল ঘোড়ামারার মত বিচ্ছিন্ন এই দ্বীপে যা খুবই জরুরি ছিল। এছাড়াও গ্রামসভায় গ্রামবাসীদের মনোরঞ্জনের জন্য ছিল বাউল গান। স্বাস্থ্য পরীক্ষা শিবির। ছিল হাতের কাজের প্রদর্শনীর ব্যবস্থা, ফুটবল প্রতিযোগিতা। যা দেখতে সকল গ্রামবাসী সেখানে এসেছিলেন। এখানে আসার পর গ্রামবাসীরা যেমন বিভিন্ন ইভেন্টগুলি প্রত্যক্ষ্য করেছেন তেমনই তাঁরা গ্রামের উন্নয়নকল্পে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।
advertisement
advertisement
ঘোড়ামারার এই গ্রাম সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোকশিক্ষা সহায়ক দেবযানী চৌধুরী ও দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ সদস্য মহিতোষ দাস। এই গ্রাম সভায় অংশগ্রহণ করার পর গ্রামসভাটিকে অভিনব গ্রাম সভা বলে আক্ষা দিয়েছেন তাঁরা। গ্রামসভায় সকল গ্রামবাসীর অংশগ্রহণ করা খুবই জরুরি বলে জানিয়েছেন তাঁরাও। আগামীদিনে এই গ্রামসভা অন্যান্য গ্রামপঞ্চায়েত গুলিকে পথ দেখাবে বলে মনে করছেন তাঁরা।
advertisement
Nawab Mallick
view commentsLocation :
First Published :
December 17, 2022 2:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গ্রামসভায় সকল গ্রামবাসীর অংশগ্রহণ করাতে অভিনব উদ্যোগ!