South 24 Parganas News: মর্মান্তিক! ধানক্ষেতে বিছানো বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চার সারমেয়র
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
কুলতলির জালাবেড়িয়া দুই অঞ্চলের গাবতলা এলাকায় ইলেকট্রিক তার দিয়ে একাধিক সারমেয়র মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দার ভবসিন্ধু মন্ডলের নামে। একইসঙ্গে এভাবে এতগুলো পশুর মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকায় মানুষজন।
#কুলতলি : কুলতলির জালাবেড়িয়া দুই অঞ্চলের গাবতলা এলাকায় ইলেকট্রিক তার দিয়ে একাধিক সারমেয়র মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দার ভবসিন্ধু মন্ডলের নামে। একইসঙ্গে এভাবে এতগুলো পশুর মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকায় মানুষজন। তবে ওই এলাকার বেশ কিছু পশু প্রেমী, ও স্থানীয় বাসিন্দা, তারা দাবি করেছেন এভাবেই একাধিক সারমেয়র মৃত্যু কেন এমন ভাবে হবে। এই পশুদের কে হত্যা করেছে তার উপযুক্ত শাস্তির দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বিছানো হয়েছিল বৈদ্যুতিক তার। আর সেই তারেই এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চারটি সারমেয়র। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। কুলতলি থানার জালাবেড়িয়া ২ পঞ্চায়েতের সিকিরহাট পশ্চিম গাবতলায়। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারমেয়গুলিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ অভিযুক্ত ভবসিন্দু মণ্ডল কে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পশ্চিম গাবতলা এলাকার বাসিন্দা ভবসিন্দু মণ্ডলের ধানের ক্ষেত আছে।
advertisement
আরও পড়ুনঃ রায়দিঘীতে মাছের ভেড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য
সেই ক্ষেতে ধানের বীজ ইঁদুর নষ্ট করে দিচ্ছে এই কারনে ধানক্ষেতে বৈদ্যুতিক তার দিয়ে বিছিয়ে রেখেছিলেন ভবসিন্দু বাবু। আর এর জেরেই এক পোষা সারমেয় সহ চারটি কুকুর মারা যায়। এদিন সকালে এলাকার লোকজন খালের ধারে রাস্তায় সারমেয় পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তর কড়া শাস্তির দাবি করেছেন। প্রসঙ্গত, কুলতলিতে ধানক্ষেতে, সবজিক্ষেতে বৈদ্যুতিক তার দেওয়ার প্রবণতা রয়েছে। এর জেরেই ওই এলাকাতে নিরাপদ মণ্ডল বলে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুও ঘটেছিল। তারপরেই ধানক্ষেতে বৈদ্যুতিক তার দেওয়ার ঘটনা চলছে।
advertisement
advertisement
Suman Saha
view commentsLocation :
First Published :
December 20, 2022 7:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মর্মান্তিক! ধানক্ষেতে বিছানো বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চার সারমেয়র
