South 24 Parganas News: খানাখন্দে ভরা ৫ কিমি রাস্তা! জীবনের ঝুঁকি নিয়েই চলছে ‌যাতায়াত

Last Updated:

দক্ষিণ বারাসাত থেকে জামতলা ভায়া কেল্লা যাওয়ার রাস্তা। প্রায় ৩০ কিলোমিটার। টানা বর্ষণের ফলে বেশিরভাগ রাস্তায় খারাপ তার মধ্যে চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তার থানাখন্দে ভরে গিয়েছে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। 

+
রাস্তা

রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে

দক্ষিণ ২৪ পরগনা: কদিনের বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের একটি অন্যতম রাস্তা। যা দক্ষিণ বারাসাত থেকে জামতলা ভায়া কেল্লা যাওয়ার পথ। প্রায় ৩০ কিলোমিটার। টানা বর্ষণের ফলে বেশিরভাগ রাস্তায় খারাপ তার মধ্যে চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তার খানাখন্দে ভরে গিয়েছে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তার বহু জায়গায় পিচ উঠে জল জমে রয়েছে আর এর মধ্যেই চলছে যানবাহন। এলাকার মানুষের অভিযোগ ‌ দক্ষিণ ২৪ পরগনা সবচেয়ে বড় হাট এই রাস্তায় পড়ে। অত্যন্ত এই গুরুত্বপূর্ণ এই হাটে সপ্তাহে দুদিন প্রচুর মানুষের সমাগম হয়। এটাই হাটে ‌যাওয়ার অন্যতম প্রধান রাস্তা। যার ফলে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ স্কুলের ছাত্র-ছাত্রী প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করে।
আরও পড়ুন: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো রুখতে সচেষ্ট পুলিশ, দক্ষিণে জলপথে চলছে কড়া নজরদারি 
প্রতিদিন ছোট বড় গাড়ি মিলিয়ে প্রতিদিন কয়েকশো যানবাহন চলাচল করে। রাস্তার এই বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। এলাকার মানুষ থেকে শুরু করে গাড়িচালকরা রাস্তাটি সংস্করণে দাবি জানাচ্ছে কিন্তু তা কোন কাজ হয়নি। পুজোর আগে এই রাস্তা যদি সারিয়ে দেওয়া হয় তাহলে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন তারা। এ প্রসঙ্গে এক গাড়ি চালক তিনি বলেন প্রতিদিনই আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিনই একটা দুটো করে অটো টোটো উল্টে যায়। অনেক সময় যাত্রীরা হোক আহত হয় তাই সরকারের কাছে অনুরোধ করছি দ্রুত এই রাস্তা মেরামত করার ব্যবস্থা করা হোক।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: খানাখন্দে ভরা ৫ কিমি রাস্তা! জীবনের ঝুঁকি নিয়েই চলছে ‌যাতায়াত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement