South 24 Parganas News: দেরিতে এল বর্ষা, ধান থেকে সবজি অধিক ফলন পেতে কী করতে হবে? জানালেন কৃষি বিজ্ঞানী

Last Updated:

অবশেষে স্বস্তির বৃষ্টি একটু হলেও আশার আলো দেখছেন কৃষকরা।জানালেন কৃষি বিজ্ঞানী।

+
ধানের

ধানের বীজ রোপন করা হয়েছে

দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে স্বস্তির বৃষ্টি একটু হলেও আশার আলো দেখছেন কৃষকরা। দেরিতে এলো বর্ষা, ধান থেকে সবজি অধিক ফলন পেতে কী করতে হবে জানালেন কৃষি বিজ্ঞানীরা।
গত কয়েকদিন লাগাতার তীব্র তাপদাহে পুড়ছে সারা রাজ্য। কোথাও দেখা নেই মেঘলা আকাশ ও বৃষ্টির। সবাই যেন এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছেন। এদিকে বৃষ্টির কোনও সংবাদও দিতে পারছে না আবহাওয়া অফিস। তবে অবশেষে সেই স্বস্তির বৃষ্টি নামল জেলা জুড়ে । এই বৃষ্টিতে সেটা নিম্নচাপ হোক অথবা বর্ষা আগমন হোক। মানুষ একটু হলেেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
advertisement
advertisement
তবে মানুষের এই তীব্র দাবদাহ থেকে যতটা স্বস্তি পেয়েছে আবার ঠিক ততটাই উপকৃত হয়েছে কৃষকরা। যার কারণে বর্ষা অনেকটাই দেরিতে প্রবেশ করছে। তাই চাষের বীজ রোপন করতে অনেকটাই দেরি হয়ে গেল।
advertisement
তীব্র দাবদাহের জেরে চাষের জমিতে একটুও জল ছিল না। তাই ধানের বীজ রোপন করতে পারেনি কৃষকরা। আরে বৃষ্টি হওয়ার কারণে তাদের রোপনের অনেকটাই সুবিধা হল এবং চাষের জন্য এক ধাপ এগিয়ে থাকল তারা।
তবে এ বিষয়ে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী চন্দন মন্ডল জানিয়েছেন, “এবছর বর্ষা অনেকটাই দেরিতে এসেছে তাই কৃষকরদের বেশ কিছু নিয়ম অবলম্বন করতে হবে। তার মধ্যে অন্যতম হল দেরিতে চাষের কারণে যতটা সম্ভব কীটনাশক যুক্ত সার জমিতে কম ছড়াতে হবে। এবং রাসায়নিক সারের ব্যবহার বাড়াতে হবে।
advertisement
আর এই আবহাওয়ার খামখেয়ালিপোনায় রাসায়নিক সারের অনেকটাই উপকারে আসবে কৃষকদের এবং নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষিবিজ্ঞানীদের পরামর্শ নেবেন চাষের জন্য।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দেরিতে এল বর্ষা, ধান থেকে সবজি অধিক ফলন পেতে কী করতে হবে? জানালেন কৃষি বিজ্ঞানী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement