Durga Puja 2024: বিশ্ব পরিবেশ বাঁচানোর থিম, সবুজে মোড়া প্যান্ডেল! মন ভাল করা মহেশতলার পুজো
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
পরিবেশ বাঁচাতে পুজো মণ্ডপে সচেতন বার্তা, ভাবনা সবুজ গাছ সবুজ প্রাণ গর্বে সবুজ দেশ সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব।
দক্ষিণ ২৪ পরগনার: অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের তারপর উমা আসে সপরিবারে বাপের বাড়িতে। উমার আগমনী বার্তায় আকাশে বাতাসে উৎসবের গন্ধ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পুজো উদ্যোক্তারা জোড় কদমের নেমে পড়েছে উৎসবের প্রস্তুতিতে। সেইমতো মহেশতলা গঙ্গাধরপুর উৎসাহী সঙ্গে এ বছরের ৮ তম বর্ষে তাদের ভাবনা “সবুজ গাছ সবুজ প্রাণ গর্বে সবুজ দেশ, সবুজ বনি বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ” বার্তা নিয়ে তারা এ বছর দর্শনার্থীদের মনের মনিকোঠায় জায়গা বলেই তারা আশাবাদী মূলত ভাবনা সবুজ গাছ সবুজ প্রাণ গর্বে সবুজ দেশ সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ বাঁচাতে পুজো মণ্ডপে সচেতন বার্তা।
এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির এক কথা বলেন দুর্গা পুজো মানে ই বাঙালির কাছে একটা আনন্দের মুহূর্ত। এই পুজোর কটা দিন আনন্দ হইহুল্লোড় করে কাটিয়ে ফেলে। তবে এখন কলকাতার সঙ্গে আমাদের জেলার পুজো গুলি সেভাবে আর পিছিয়ে থাকছে না। বিভিন্ন থিমের ছড়াছড়ি থাকছে জেলার পুজো গুলিতে। প্রায় তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে জেলার দর্শনার্থীদের জন্য তুলে ধরা হচ্ছে। আজ পুরোপুরি ভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মন্ডপ।
advertisement
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2024 3:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja 2024: বিশ্ব পরিবেশ বাঁচানোর থিম, সবুজে মোড়া প্যান্ডেল! মন ভাল করা মহেশতলার পুজো