World No Tobacco Day: তামাকমুক্ত বিশ্ব গড়তে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার বিশেষ উদ্যোগ
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনাতেও পালন করা হলবিশ্ব তামাকমুক্ত দিবস। "বন্ধ কর তামাক সেবন, রক্ষা কর শিশুর জীবন" এই বার্তাই দিচ্ছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা।
ডায়মন্ড হারবার: তামাকমুক্ত বিশ্ব গড়তে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা গ্রহণ করল বিশেষ উদ্যোগ। এবছর তারা “বন্ধ কর তামাক সেবন, রক্ষা কর শিশুর জীবন” এই বার্তাই দিচ্ছে। মূলত ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনাতেও পালন করা হয় এই দিনটি।তামাক এবং তামাকজাত দ্রবের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষজনকে সচেতন করতে এই দিনটি প্রতিবছর পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ১৯৮৭ সালে প্রথম এই দিনটি পালন করা হয়। তারপর থেকে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। বিশ্বের তামাকজনিত মৃত্যুর ৬ ভাগের একভাগ ভারতেই ঘটে। আর সেই মৃত্যুর হার কমাতেই এই বিশ্ব তামাকবিরোধী দিবস পালন করা হয়।
দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার স্বাস্থ্যজেলার পক্ষ থেকে এই উপলক্ষে প্রচার চালানো হয়। বেশ কিছু জায়গায় বের হয় র্যালি। যদিও সারাবছর এই নিয়ে প্রচার করে থাকে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার কর্মীরা। এ নিয়ে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার এক প্রতিনিধি সিন্ধু বেরা জানান, নিরন্তর প্রচারের মাধ্যমে তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক প্রভাব নিয়ে সকলকে সচেতন করাই লক্ষ্য আমাদের। এবছরের লক্ষ্য তামাজাত দ্রব্যের প্রভাব থেকে শিশুদের রক্ষা করা এই নিয়েই আমরা কাজ করছি। লক্ষ্য একটাই তামাকমুক্ত পৃথিবী গড়া।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2024 4:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
World No Tobacco Day: তামাকমুক্ত বিশ্ব গড়তে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার বিশেষ উদ্যোগ