South 24 Parganas News: মন্দিরবাজারের মাঠ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
মন্দিরবাজারের খগেনের পোল এলাকায় প্রবল দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয়রা। গ্রামের মানুষ সেই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে রাস্তা থেকে কিছুটা দূরে, জমির মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন।
দক্ষিণ ২৪ পরগনা: অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মন্দিরবাজারে। দেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত এলাকায় যায় মন্দিরবাজার থানার পুলিশ। এরপর তারা দেহটি উদ্ধার করে মন্দিরবাজার থানায় নিয়ে আসে।
সূত্রের খবর, মন্দিরবাজারের খগেনের পোল এলাকায় প্রবল দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয়রা। গ্রামের মানুষ সেই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে রাস্তা থেকে কিছুটা দূরে, জমির মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। মৃতের বয়স ৫৫ বছরের আশেপাশে হবে বলে ধারণা। গ্রামবাসীরা জানিয়েছেন, দেহটিতে পচন ধরে গিয়েছিল, তাই তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল।
advertisement
advertisement
দেহটি খুঁজে পাওয়ার পরই এলাকার মানুষ মন্দিরবাজার থানায় খবর দেয়। পুলিশ জানিয়েছে নিয়মমাফিক দেহটির ময়নাতদন্ত হবে। তারপরেই বলা সম্ভব কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। কীভাবে ওই ব্যক্তির মৃতদেহ গ্রামের মাঠে এল সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মুখে। এদিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পরই মন্দিরবাজারের ওই গ্রামের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 8:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মন্দিরবাজারের মাঠ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ