Crime News: বকুলতলায় পাকড়াও চোর, উদ্ধার তিনটি মোটর বাইক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
South 24 Pargans : দক্ষিণ২৪ পরগনা জেলার একাধিক এলাকা থেকে বাইক চুরির অভিযোগ জামা পরছিল বিভন্ন থানায়। অভিযোগ পাওয়ার পরেই তৎপর প্রশাসন একাধিক এলাকায় অভিযান চালিয়ে,পুলিশ এদিন গভীর রাতে ছুন্ন মোল্লা পূর্ব গোপালনগর এলাকা থেকে গ্রেফতার করে ।
বকুলতলা: দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক এলাকা থেকে বাইক চুরির অভিযোগ জামা পরছিল বিভিন্ন থানায়। অভিযোগ পাওয়ার পরেই তৎপর প্রশাসন একাধিক এলাকায় অভিযান চালিয়,পুলিশ। বকুলতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে ছুন্ন মোল্লা পূর্ব গোপালনগর এলাকা থেকে গ্রেফতার করে ।
ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর এলাকায় একাধিক অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত এই ছুন্ন। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া মোটর বাইকের সন্ধান মিলতে পারে, এমনটাই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
advertisement
advertisement
এইজন্য মিডিল ম্যানের কাজ করত। জেলায় বিভিন্ন এলাকার চুরি হয়া বাইক, ছুন্নর হাত বদলি হয়ে অন্য জেলায় পার হত চুরির হওয়া বাইক।
আরও পড়ুন - South 24 Parganas News : সমুদ্রে জাল ফেলে মালামাল হয়ে গেলেন মৎস্যজীবীরা, উঠল লক্ষাধিক টাকার মাছ
advertisement
দক্ষিণ ২৪ পরগণা জেলায় বিভিন্ন প্রান্তে বাইক কয়েক মাসে বাইক চুরি বাড়ছিল, এই চুরির বাইক আর কার কার হাতে যেত সেখান থেকে কিভাবে বাইক পাচার হত তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ।
Arpan Mandal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2023 4:51 PM IST