South 24 Paraganas News : জমি নিয়ে বিবাদ চলছিলই, কিন্তু তার পরিণতি হল হাড়হিম করা! সাইকেল নিয়ে ফেরার পথে...

Last Updated:

ইতিমধ্যেই ঘটনায় দুজন আটক হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।

এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী 
এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী 
রায়দিঘি: জমি বিবাদকে কেন্দ্র করে কুপিয়ে খুন। ঘটনায় চাঞ্চল্য ছড়াল  দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার জয় কৃষ্ণপুর এলাকায়। মৃতের নাম নিতাই সামন্ত (৬৪)৷
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রায়দিঘির জয় কৃষ্ণপুরের মণ্ডলঘেরির বাসিন্দা নিতাই সামন্তর সঙ্গে প্রতিবেশী বসুদেব সামন্তের জমি নিয়ে বিবাদ চলছিল।রবিবার নিতাই সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ সেই সময় রাস্তার উপর বসুদেব সামন্ত ও তাঁর দলবল নিতাই সামন্তকে ঘিরে ধরে মারধর করতে থাকে, এমনকি ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে বলেও অভিযোগ। ঘটনার জেরে রাস্তায় লুটিয়ে পড়েন নিতাই সামন্ত। পরে চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা বের হলে ততক্ষণে বসুদেব সামন্ত ও তার দলবলেরা এলাকা থেকে পালিয়ে যায়।
advertisement
advertisement
 পরে ঘটনার খবর দেওয়া হয় রায়দিঘি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিতাই সামন্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
advertisement
পরে তার দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। অন্যদিকে দিন দুপুরে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই ঘটনায় দুজন আটক হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News : জমি নিয়ে বিবাদ চলছিলই, কিন্তু তার পরিণতি হল হাড়হিম করা! সাইকেল নিয়ে ফেরার পথে...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement