South 24 Paraganas News : জমি নিয়ে বিবাদ চলছিলই, কিন্তু তার পরিণতি হল হাড়হিম করা! সাইকেল নিয়ে ফেরার পথে...
- Published by:Rachana Majumder
- Reported by:ANISH UDDIN MOLLA
Last Updated:
ইতিমধ্যেই ঘটনায় দুজন আটক হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।
রায়দিঘি: জমি বিবাদকে কেন্দ্র করে কুপিয়ে খুন। ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার জয় কৃষ্ণপুর এলাকায়। মৃতের নাম নিতাই সামন্ত (৬৪)৷
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রায়দিঘির জয় কৃষ্ণপুরের মণ্ডলঘেরির বাসিন্দা নিতাই সামন্তর সঙ্গে প্রতিবেশী বসুদেব সামন্তের জমি নিয়ে বিবাদ চলছিল।রবিবার নিতাই সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ সেই সময় রাস্তার উপর বসুদেব সামন্ত ও তাঁর দলবল নিতাই সামন্তকে ঘিরে ধরে মারধর করতে থাকে, এমনকি ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে বলেও অভিযোগ। ঘটনার জেরে রাস্তায় লুটিয়ে পড়েন নিতাই সামন্ত। পরে চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা বের হলে ততক্ষণে বসুদেব সামন্ত ও তার দলবলেরা এলাকা থেকে পালিয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: 'ED আমাকেও গ্রেফতার করুক...' অনুব্রতকন্যার 'ছায়াসঙ্গী', কে এই সুতপা পাল? প্রকাশ্যে এল 'আসল' পরিচয়!
advertisement
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 2:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News : জমি নিয়ে বিবাদ চলছিলই, কিন্তু তার পরিণতি হল হাড়হিম করা! সাইকেল নিয়ে ফেরার পথে...