South 24 Parganas News: শতাব্দী প্রাচীন এই প্রতিযোগিতা আজও হয় সুন্দরবনে
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
শতাব্দী প্রাচীন নৌকা বাইচ প্রতিযোগিতা আজও আয়োজিত হয় ক্যানিংয়ে। এই প্রতিযোগিতা দেখতে ভিড় করে বহু মানুষ
দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং-এর ঠাকুরান খালে চলে আসছে নৌকা বাইচ প্রতিযোগিতা। এবারেও শুরু হয়েছে দু’দিন ব্যাপী এই শতাব্দী প্রাচীন প্রতিযোগিতা। নৌকা বাইচ দেখতে এই দুইদিন ক্যানিংয়ে দূর দুরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় করেন। এ বছরেও সেই একই ছবি দেখা যাচ্ছে।
বর্ষাকালে মাঠে ধান রোয়ার কাজ শেষ। আর তারপরই এই প্রতিযোগিতা আয়োজিত হয়। বর্তমানে ক্যানিং-এর দুটি গ্রামের মানুষ চাঁদা তুলে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করে। প্রতিযোগিতা শেষে আছে আকর্ষণীয় পুরষ্কারও। প্রতিযোগিতা দেখতে আসা দর্শকদের জন্য খাল পাড়ে, রাস্তায় বসেছে রকমারি দোকান। যা বলতে গেলে মেলর চেহারা নিয়েছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য ক্যানিং থানা পুলিস মোতায়েন করেছে।
advertisement
advertisement
আগে বাঁশ দিয়ে ছয়জন কয়েক কিলোমিটার খাল পার হত। কুলতলি, জয়নগর থেকে লোকজন এই প্রতিযোগিতায় সামিল হত। গত কয়েক বছর ধরে লোকপ্রথা অনুযায়ী নৌকা নামানো হয় এই প্রতিযোগিতায়, এমনই জানালেন ৭৫ বছরের আজাহার মোল্লা। ক্যানিং-১ ব্লকের রাঙামারি ও গোবরামারি গ্রামের মানুষ এই প্রতিযোগিতা আয়োজন করে। নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে গ্রামে রীতিমতো উৎসবের আমেজ। এই দু’দিন গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যায় না। বধূরা রান্নার পাট শেষ করে দুপুর থেকেই খাল পাড়ে ভিড় জমান। প্রবীণ বাসিন্দা আজাহার মোল্লা বলেন, স্রেফ আনন্দের জন্যই এই প্রতিযোগিতার আয়োজন। গ্রামের মানুষজন কেউ চাষবাসের কাজ করে, কেউ বা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে। সবাই টাকা জমিয়ে কয়েক লক্ষ টাকা দিয়ে নৌকা তৈরি করে। আয়জক কমিটির এক কর্তা বলেন, ৬-৭ টি নৌকা নামে এই প্রতিযোগিতায়। ৮ জন করে প্রতি নৌকায় থাকতে পারবে। প্রথমে লিগ পয়েন্টের খেলা, তারপর ফাইনাল। ১০ হাজার টাকা প্রথম পুরষ্কার, দ্বিতীয় ৮ হাজার টাকা পাবে। কয়েক হাজার মানুষ মিলিত হয় এই প্রতিযোগিতা দেখতে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 08, 2023 1:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: শতাব্দী প্রাচীন এই প্রতিযোগিতা আজও হয় সুন্দরবনে






