South 24 Parganas News: ফ্লেক্সের অর্ডার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা

Last Updated:

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এবার দেওয়াল লেখার থেকে ফ্লেক্সের দিকে ঝুঁকেছে রাজনৈতিক দল ও প্রার্থীরা। অল্প সময়ে হঠাৎ বেশি অর্ডার এসে পড়ায় ডেলিভারি দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: সামনে পঞ্চায়েত নির্বাচন। ফলে রাজনৈতিক শিবিরে ব্যস্ততা এই মুহূর্তে তুঙ্গে। তবে রাজনৈতিক কর্মীরা যতটা না ব্যস্ত তার থেকেও বোধহয় বেশি ব্যস্ত ফ্লেক্স, ব্যানার ব্যবসায়ীরা। এবার ভোটের দিন ঘোষণা থেকে ভোট পর্যন্ত মাঝের সময়টা কম হওয়ায় ব্যস্ততা আরও বেড়ে গিয়েছে।
এই মুহূর্তে নাওয়া খাওয়া ভুলে রাতদিন ওয়ার্কশপে থেকে ফ্লেক্সের ডিজাইন আর প্রিন্ট করে চলেছেন ব্যবসায়ী এবং কর্মীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার ডেলিভারি করার জন্য বারবার তাগাদা দিচ্ছে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস কর্মীরা। পাশাপাশি নির্দল প্রার্থীরাও বিপুল সংখ্যায় ফ্লেক্স ছাপাতে দিচ্ছেন। অর্ডার ভালো থাকায় ব্যবসায়ীদের মুখে যেমন হাসি ফুটেছে তেমনই এই চাপ এতো অল্প সময়ে সামলে উঠতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তাঁরা।
advertisement
advertisement
এবারের পঞ্চায়েত ভোটে দেওয়াল লিখন অনেক কম হচ্ছে। বদলে রাজনৈতিক দল ও প্রার্থীরা ফ্লেক্সের দিকে ঝুঁকেছে। ভোটের আগে সময় কম থাকায় এই প্রবণতা বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েতের আসন সংখ্যা ও ভোটার সংখ্যার নিরিখে সবচেয়ে বড় জেলা দক্ষিণ ২৪ পরগনা। স্বাভাবিকভাবেই এই জেলার ফ্লেক্স ব্যবসায়ীদের কাছে অর্ডারের পরিমাণ বেশি। বিশেষ করে যে এলাকাগুলোতে মনোনয়ন জমা দেওয়ার সময় অশান্তি হয়নি এবং বিরোধীদেরও পর্যাপ্ত সংখ্যক প্রার্থী আছে সেখানে ফ্লেক্সের অর্ডার আকাশ ছুঁয়েছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ফ্লেক্সের অর্ডার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement