South 24 Parganas news: মথুরাপুরের মেধাবী কলেজ পড়ুয়ার জঙ্গি ‌যোগ? অবাক হয়ে যাচ্ছেন স্থানীয়রা

Last Updated:

মনিরউদ্দিনের গ্রেফতারে হতবাক স্থানীয়রা। এমন একজন ছেলে কীভাবে জঙ্গি সংগঠনের যুক্ত হয়ে কাজ চালাতেন, সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মুখে।

+
ধৃত

ধৃত মনিরুদ্দিন খান

#মথুরাপুর: জঙ্গি সন্দেহে এসটিএফের জালে ধরা পড়লেন মথুরাপুরের মেধাবী কলেজ পড়ুয়া। আল কায়দার সাব কন্টিনেট শাখা বিভিন্ন জায়গার মেধাবী ছাত্রদের টার্গেট করছে, তা আগেই জানতে পেরেছিল এসটিএফ। এবার মথুরাপুরের শিবগঞ্জ রানাঘাটা থেকে মনিরউদ্দিন খান গ্রেফতার হওয়ার পর আরও একবার তার প্রমাণ পাওয়া গেল বলে শোনা যাচ্ছে।
ধৃত মনিরউদ্দিন খানের বাবা মায়ের দাবি, তাঁদের ছেলে বরাবরই মেধাবী ছাত্র বলে পরিচিত ছিলেন এলাকায়। বাড়িতে মুখচোরা স্বভাবের ছেলে ছিলেন তিনি। দক্ষিণ বারাসাত কলেজে অনার্স নিয়ে পড়াশোনাও করতেন তিনি।
advertisement
মনিরউদ্দিনের গ্রেফতারে হতবাক স্থানীয়রা। এমন একজন ছেলে কীভাবে জঙ্গি সংগঠনের যুক্ত হয়ে কাজ চালাতেন, সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মুখে। পুলিশসূত্রে খবর, মনিরউদ্দিন খান জঙ্গি সংগঠনের নেতাদের হাতে নিজের পরিচয়পত্র ও নথি তুলে দিয়েছিলেন।
advertisement
আগেই জঙ্গি সন্দেহে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স আজিজুল হককে গ্রেফতার করেছিল। তাঁকে জেরা করেই মনিরউদ্দিনের নাম উঠে আসে। মনিরউদ্দিনের পরিচয়পত্র ব্যবহার করে জঙ্গিদের সিমকার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা হয়। অভিযোগ উঠেছেন, সোশ্যাল মিডিয়ায় জঙ্গি সংগঠনের প্রচার ও স্লিপার সেল তৈরিতে সাহায্য করতেন ধৃত ছাত্র।
advertisement
দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেশ কিছু বছর ধরে আল কায়দা স্লিপার সেল তৈরির কাজ শুরু করেছিল। সেই কাজের মূল হোতা ছিলেন আজিজুল। বাংলাদেশ থেকে আসা জঙ্গিদের ভুয়ো পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে আজিজুল তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করতেন বলে অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, মথুরাপুর অঞ্চলে মূলত আরবি ভাষা পড়াতেন আজিজুল। সেই সূত্রেই মথুরাপুরের বাসিন্দা মেধাবী ছাত্র মনিরউদ্দিনের সঙ্গে তাঁর যোগাযোগ। এরপরই সেই ছাত্র জঙ্গি সংগঠনে নাম লেখান বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় চাপা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas news: মথুরাপুরের মেধাবী কলেজ পড়ুয়ার জঙ্গি ‌যোগ? অবাক হয়ে যাচ্ছেন স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement