South 24 Parganas News: এ যেন বড়সড় ট্যুরনামেন্ট! ৩২ দলের লুডো প্রতিযোগিতা দক্ষিণ বারাসাতে
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
এই প্রথম জয়নগর এলাকার দক্ষিণ বারাসাতে ব্যবসায়ী সমিতির উদ্যোগে লুডো খেলা প্রতিযোগিতা। এন্ট্রি ফি ১৫০ টাকা। রয়েছে প্রথম ও দ্বিতীয় হলে সুদৃশ্য ট্রফি সহ বিশেষ পুরস্কার।
দক্ষিণ ২৪ পরগনা: ফুটবল বা ক্রিকেট অথবা অন্য কোন খেলার প্রতিযোগিতার দেখা মেলে তবে এই প্রথম জয়নগর এলাকার দক্ষিণ বারাসাতে ব্যবসায়ী সমিতির উদ্যোগে লুডো খেলা প্রতিযোগিতা। আবার তাতেই থাকছে বিশেষ পুরস্কার আর যার দেখতে এবং খেলতে প্রচুর মানুষের ভিড় করছেন। বর্তমান ইলেকট্রনিক্স, মোবাইল, টিভির যুগে এসে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম এইসব খেলাধুলা কি তা এখন ভালো ভাবে জানেই না। ক্রিকেট খেলাটা টিভিতে দেখা যায়। ফুটবল দেখা যায়। কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাদেরকে এখন আর মাঠে খেলাধুলা করতে দেখাই যায় না বললেই চলে। আগেরকার দিনে ঘরে বসেই চলত লুডো খেলা কিন্তু বর্তমান টিভির যুগে বা মোবাইলের যুগে এসে সেই খেলা এখন হারিয়ে গেছে।
তবে কাগজ বা প্লাস্টিকের তৈরি লুডো বা ছক্কা ঘুটি নয়, হারিয়ে যাবার স্মৃতি আঁকড়ে রাখতে মোবাইলেই লুডো খেলার অভিনব উদ্যোগ উদ্যোক্তাদের। দক্ষিণ বারাসাত ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই প্রথম ৩২ দলীয় লুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। দুদিন ব্যাপী এই লুড প্রতিযোগিতায় অংশ নেয় ৩২টি দল । যার এন্ট্রি ফি ১৫০ টাকা। রয়েছে প্রথম ও দ্বিতীয় হলে সুদৃশ্য ট্রফি সহ বিশেষ পুরস্কার। পুরানো দিনের হারিয়ে যাওয়া এই স্মৃতি মোবাইলের মধ্যমে ফিরে পেয়ে খুশি নতুন ও পুরনো প্রজন্ম । তারা চাইছে নতুন করে পুরনো দিনের হারিয়ে যাওয়া খেলাধুলো আবার চালু হোক।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 09, 2024 3:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এ যেন বড়সড় ট্যুরনামেন্ট! ৩২ দলের লুডো প্রতিযোগিতা দক্ষিণ বারাসাতে









