South 24 Parganas Auto Fare : যেমন ইচ্ছে অটো ভাড়া! বারুইপুর-ক্যানিংয়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধ হতেই চরম নাজেহাল যাত্রীরা
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas Auto Fare : কয়েক বছর ধরে বন্ধ বারুইপুর-ক্যানিং রুটে বেসরকারি বাস চলাচল। বিকল্প বলতে একমাত্র অটো। কিন্তু অটোচালকদের মর্জি মতো দ্বিগুণ অটোভাড়ায় প্রতিনিয়ত নাজেহাল হতে হচ্ছে মানুষজনকে।
বারুইপুর: কয়েক বছর ধরে বন্ধ বারুইপুর-ক্যানিং রুটে বেসরকারি বাস চলাচল। বিকল্প বলতে একমাত্র অটো। কিন্তু অটোচালকদের মর্জি মতো দ্বিগুণ অটোভাড়ায় প্রতিনিয়ত নাজেহাল হতে হচ্ছে মানুষজনকে। অভিযোগ, প্রতিবাদ করলেই বেপরোয়া অটোচালকদের হুমকির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। পুলিশ প্রশাসনের কোনও নজরদারি নেই। এতে ক্ষুব্ধ অটোর যাত্রীরা। যদিও বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন।
ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। ক্যানিং হয়ে বাসন্তীর গদখালি ধরে চলে যাওয়া যায় সুন্দরবনের গোসাবা থেকে শুরু করে অন্য এলাকায়। বেশ কয়েকবছর আগেও ক্যানিং থেকে বারুইপুর পর্যন্ত বেসরকারি বাস চলাচল করত। এমনকী গদখালি পর্যন্তও বেসরকারি বাস যেত।
আরও পড়ুন: দু’ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা, আবহাওয়ার জরুরি খবর
advertisement
advertisement
কিন্তু গত দু’বছর ধরে রাস্তা থেকে বেসরকারি বাস উধাও। ক্যানিং যাওয়ার জন্য মানুষের একমাত্র ভরসা অটো। বারুইপুর রেলগেট, রাসমাঠ সংলগ্ন এলাকা থেকে অটো ছাড়ে। যাত্রীদের অভিযোগ, কোনও নির্দিষ্ট জায়গা নেই ক্যানিংয়ের অটো ছাড়ার। রেলগেট, রাসমাঠের আশপাশ এলাকা ছাড়াও হাসপাতাল, রাস্তার যে কোনও জায়গা থেকে যাত্রী তোলা হয়। সকালে ক্যানিং যেতে ভাড়া লাগে ৫০-৬০ টাকা। কিন্তু দুপুরের পর তা হয়ে যায় ১০০ টাকা। কোনও নির্দিষ্ট ভাড়া নেই। যে যার মতো ভাড়া হাঁকায়।
advertisement
সন্ধ্যার পরে অল্প গাড়ি পাওয়া যায়। কিন্তু ভাড়া গুনতে হয় ২০০ টাকা। যাত্রীদের অভিযোগ, ”প্রতিবাদ করলে অটো চালকরা গাড়ি থেকে নেমে যেতে বলেন। পুলিশকে বললেও কাজ হয় না। বাস চালু থাকলে এত ভাড়া দিতে হত না। প্রশাসনের এই ব্যাপারে নজর দেওয়া উচিত।”
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 11:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas Auto Fare : যেমন ইচ্ছে অটো ভাড়া! বারুইপুর-ক্যানিংয়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধ হতেই চরম নাজেহাল যাত্রীরা